Advertisement
১৯ এপ্রিল ২০২৪

জিএসটি-তে বাড়বে না দাম: কেন্দ্র

: অন্যান্য দেশে জিএসটি চালুর পরে জিনিসপত্রের দাম বেড়েছিল। কিন্তু এ দেশে তা হবে না বলেই দাবি করছে অর্থ মন্ত্রক। রাজস্ব সচিব হাসমুখ আঢিয়ার দাবি, ‘‘জিএসটি চালু হলে বাজার দর বাড়বে বলাটাই ভুল।

হাসমুখ আঢিয়া

হাসমুখ আঢিয়া

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৭ ০৪:০১
Share: Save:

অন্যান্য দেশে জিএসটি চালুর পরে জিনিসপত্রের দাম বেড়েছিল। কিন্তু এ দেশে তা হবে না বলেই দাবি করছে অর্থ মন্ত্রক। রাজস্ব সচিব হাসমুখ আঢিয়ার দাবি, ‘‘জিএসটি চালু হলে বাজার দর বাড়বে বলাটাই ভুল। কারণ অন্যান্য দেশে এই কর ব্যবস্থা চালু হওয়ার পরে একটি স্তরেই কর আদায় করা হয়েছে। তার বদলে ভারতে বহাল থাকছে একাধিক স্তরে কর আদায়ের ব্যবস্থা। শুধু বহু রকমের করের বদলে এক রকম কর চালু হচ্ছে।’’

রাজস্ব সচিবের যুক্তি, জিএসটি চালু হলে উল্টে বেশ কিছু পণ্যের দাম কমে যাবে। কারণ অনেক ছোট ব্যবসা বা ক্ষুদ্র-মাঝারি শিল্প জিএসটি-র আওতাতেই আসবে না। বছরে ২০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা হলে জিএসটি-র আওতাতেই আসবেন না সংশ্লিষ্ট ব্যবসায়ী বা কারখানার মালিকরা। ২০ থেকে ৫০ লক্ষ টাকা পর্যন্ত ব্যবসা হলে ১ থেকে ২ শতাংশ হারে কর দিলেই চলবে। গড় করের হার কম হওয়ার জেরেই দাম কমবে বলে দাবি বিশেষজ্ঞদেরও, অন্যান্য দেশে একটি স্তরে কর বসায় যা হয়নি।

১ জুলাই থেকে জিএসটি চালু করার লক্ষ্য নিয়েছে নরেন্দ্র মোদী সরকার। ৫, ১২, ১৮ ও ২৮%—এই চার রকম করের হার ঠিক হলেও কোন পণ্যের উপর কতখানি হার কর বসবে, তা এখনও ঠিক হয়নি। জিএসটি পরিষদে এখনও পর্যন্ত আলোচনা অনুযায়ী, বর্তমানে কোনও পণ্যের উপর যে-হারে কর বসে, চারটির মধ্যে তার কাছাকাছি হারটি জিএসটি-তে ঠিক হবে। রাজস্ব সচিব বলেন, ‘‘এখন যে-সব পণ্যের উপর ১৪% ভ্যাট ও ১২.৫% হারে উৎপাদন শুল্ক দিতে হয়, সেই সব পণ্য থেকে আদায় করা কর থেকেই কেন্দ্র ও রাজ্যের ৬০% রাজস্ব আয় হয়। এই তালিকার সব পণ্যের উপরই করের বোঝা কমবে।’’ উল্লেখ্য নতুন হার হবে ১২%। বর্তমানে একটি করের উপর আর একটি কর চাপে। জিএসটি-তে সেটাও হবে না।

জিএসটি চালু হলে অধিকাংশ পরিষেবার খরচই বাড়বে বলেও আশঙ্কা তৈরি হয়েছে আমজনতা থেকে শুরু করে ব্যবসায়ীদের মধ্যে। এখন ১৫% পরিষেবা কর দিতে হয়। জিএসটি-তে ১৮% পরিষেবা কর বসার সম্ভাবনা। রাজস্ব সচিবের যুক্তি, অঙ্কের হিসেবে করের হার বেশি হলেও কার্যক্ষেত্রে মোট করের বোঝা বেশি হবে না। কারণ ব্যাঙ্ক, বিমা সংস্থা, চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের মতো যাঁরা পরিষেবা দেন, তাঁরা আসবাব থেকে শুরু করে যে-কোনও পণ্য কেনায় করছাড় পাবেন। কয়েকটি মাত্র পরিষেবায় সামান্য করের বোঝা বাড়তে পারে। তা ছাড়া সব পরিষেবার উপরেই যে ১৮% হারে কর চাপবে, এমন নয়।

জিএসটি মোদী সরকারের ‘মেক ইন ইন্ডিয়া’-র সাফল্যেরও হাতিয়ার হয়ে উঠতে পারে বলে দাবি করছে অর্থ মন্ত্রক। কারণ, এখন আমদানি করার পণ্য অনেক ক্ষেত্রে দেশীয় পণ্যের থেকে সস্তা হয়। জিএসটি-তে আমদানি শুল্ক আগের মতোই থাকবে। পাশাপাশি আইজিএসটি বা সংযুক্ত জিএসটি চাপবে। ফলে আমদানি করা পণ্য দেশি পণ্যের থেকে প্রতিযোগিতায় এগিয়ে থাকবে না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hasmukh Adhia GST inflation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE