Advertisement
১৯ এপ্রিল ২০২৪

হিন্দ কপার লগ্নি করবে ৫,০০০ কোটি

মঙ্গলবার বার্ষিক সভার পরে সিএমডি কৈলাস ধর দেওয়ান জানান, এখন সব মিলিয়ে সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬৮.৫ হাজার টন। ওই সময়ের মধ্যে তা বেড়ে হবে ১.৬৮ লক্ষ টন।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৩ অগস্ট ২০১৭ ০১:৫৮
Share: Save:

খনন ও উৎপাদন বাড়াতে তিন-চার বছরে ৫০০০ কোটি টাকা লগ্নি করবে রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান কপার।

মঙ্গলবার বার্ষিক সভার পরে সিএমডি কৈলাস ধর দেওয়ান জানান, এখন সব মিলিয়ে সংস্থার বার্ষিক উৎপাদন ক্ষমতা ৬৮.৫ হাজার টন। ওই সময়ের মধ্যে তা বেড়ে হবে ১.৬৮ লক্ষ টন। পাশাপাশি তামা খননের ক্ষমতাও চার গুণ বাড়বে। সব মিলিয়ে লগ্নি হবে ৫ হাজার কোটি। আর এ বছরে মূলধনী খাতে ৪০০ কোটি টাকা লগ্নির পরিকল্পনা। এ জন্য কেন্দ্রের সায় চেয়েছেন তাঁরা। অন্য সংস্থার সঙ্গেও জোট বেঁধে খনন ও সংশ্লিষ্ট ব্যবসার পরিকল্পনা রয়েছে তাদের। দেওয়ান জানান, সে ক্ষেত্রে ঢালা হবে আরও প্রায় ১২০০ কোটি টাকা। ২০১৬-’১৭ সালে কর দেওয়ার পরে সংস্থা ৬২.১৭ কোটি টাকা মুনাফা করেছে, যা আগের বারের চেয়ে ৬৩% বেশি। ৪% ডিভিডেন্ড দেবে তারা।

তবে সস্তার তামা আমদানির জেরে ভারতীয় সংস্থাগুলি সমস্যায় পড়ছে বলে অভিযোগ করেন দেওয়ান। তা রুখতে গত বছর থেকেই কেন্দ্রের কাছে আমদানি শুল্ক বৃদ্ধির দাবি তুলেছিল তামা উৎপাদনকারীরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE