Advertisement
১৯ এপ্রিল ২০২৪

সংস্থা চালাতে নয়া অডিট নীতির প্রস্তাব

সংস্থা পরিচালনা সংক্রান্ত অডিট বা সেক্রেটারিয়াল অডিট কী ভাবে করতে হবে, সে ব্যাপারে ৪ দফা নীতি ঠিক করতে চলেছে আইসিএসআই।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:০৩
Share: Save:

মোট ১১,৪০০ কোটি টাকার পিএনবি কেলেঙ্কারির পরে এ বার সংস্থা পরিচালনায় অডিট ব্যবস্থার ত্রুটি-বিচ্যুতি দূর করতে উদ্যোগী ইনস্টিটিউট অব কোম্পানি সেক্রেটারিজ অব ইন্ডিয়া (আইসিএসআই)

সংস্থা পরিচালনা সংক্রান্ত অডিট বা সেক্রেটারিয়াল অডিট কী ভাবে করতে হবে, সে ব্যাপারে ৪ দফা নীতি ঠিক করতে চলেছে আইসিএসআই। মাস দু’য়েকের মধ্যেই সেগুলি চালু করা হবে বলে দাবি জানিয়েছেন আইসিএসআইয়ের সভাপতি মকরন্দ লেলে।

শনিবার কলকাতায় বিভিন্ন রাজ্যে আইসিএসআইয়ের শাখাগুলির সম্মেলন শেষে লেলে বলেন, ‘‘ওই নীতি অনুসরণ করেই বিভিন্ন সংস্থায় সেক্রেটারিয়াল অডিট করতে পারবেন কোম্পানি সেক্রেটারিরা।’’

অডিটের যে সব বিষয়ে নতুন নীতি নির্দেশিকা দেওয়া হয়েছে, সেগুলি হল:

• ডিরেক্টর নিয়োগ

• সাক্ষ্য-প্রমাণ সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ

• তথ্য সংরক্ষণ

• বিভিন্ন শিল্পের জন্য আলাদা আলাদা কাঠামো

লেলে জানান, ৫ কোটি টাকার বেশি মূলধনের সংস্থায় এক জন করে কোম্পানি সেক্রেটারি রাখতেই হয়। সারা দেশে এই ধরনের প্রায় ৩৬ হাজার সংস্থা রয়েছে। সেখানে ২০১৩ সাল থেকে সেক্রেটারিয়াল অডিটও বাধ্যতামূলক করেছে কেন্দ্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE