Advertisement
২৪ এপ্রিল ২০২৪

নোট বাতিলে ধাক্কা চাহিদায়: আইএমএফ

নোট বাতিলের সিদ্ধান্ত ‘ভ্যাকুয়াম ক্লিনার’-এর মতো শুষে নিয়েছিল নগদের জোগান। যার বিরূপ প্রভাব পড়েছে চাহিদার উপর। কিন্তু বাজারে ধীরে ধীরে নগদ ফেরা এবং চাহিদা বাড়ার হাত ধরে আগামী দিনে অর্থনীতি ঘুরে দাঁড়াবে মনে করছে আইএমএফ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৭ ০২:৪৯
Share: Save:

নোট বাতিলের সিদ্ধান্ত ‘ভ্যাকুয়াম ক্লিনার’-এর মতো শুষে নিয়েছিল নগদের জোগান। যার বিরূপ প্রভাব পড়েছে চাহিদার উপর। কিন্তু বাজারে ধীরে ধীরে নগদ ফেরা এবং চাহিদা বাড়ার হাত ধরে আগামী দিনে অর্থনীতি ঘুরে দাঁড়াবে মনে করছে আইএমএফ।

শুক্রবার এই মত প্রকাশ করেছেন ভারতে অর্থভাণ্ডারের কর্তা পল এ কাশিন। তবে একই সঙ্গে বলেছেন, এ জন্য ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদ এবং বিভিন্ন সংস্থার আর্থিক অবস্থার দিকে নজর রাখা জরুরি।

কাশিনের মতে, নোট বাতিল সত্ত্বেও রফতানি নির্ভর অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় ভারতের আর্থিক অবস্থা ভাল। তাই বিশ্ব অর্থনীতিতে ফের ধাক্কা এলে, তা তাদের পক্ষে সহ্য করা তুলনায় সহজ হবে বলে তাঁর দাবি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

IMF Demonetisation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE