Advertisement
২৪ এপ্রিল ২০২৪
National News

ভোডাফোনের ঘাড়ে আয়করের খাঁড়া ২০ হাজার কোটিরও বেশি

আয়কর দফতরের অভিযোগ, ২০০৭ সালে হংকং-এর সংস্থা হাচিনসনের কাছ থেকে ভারতে মোবাইল ব্যবসা কেনার সময় কর বাবদ যে টাকাটা আয়কর দফতরকে দেওয়ার কথা ছিল, ভোডাফোন তা দেয়নি। তার পর ১০ বছর ধরে ভারতে রমরমিয়ে মোবাইল ব্যবসা চালিয়ে যাচ্ছে ভোডাফোন।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৭ ১৯:৫৫
Share: Save:

টানা ১০ বছর ধরে কর-ফাঁকি দেওয়ার পর এ বার আয়কর দফতরের ‘খাঁড়া’ পড়ল ভোডাফোনের ঘাড়ে। ভোডাফোনকে মেটাতে হবে ২০ হাজার কোটি টাকারও বেশি। কর বাবদ ভোডাফোনের কাছে আয়কর দফতরের প্রাপ্য ৭ হাজার ৯০০ কোটি টাকা। তার সঙ্গে সুদ আর জরিমানার অঙ্ক যোগ করা হলে আয়কর দফতরের কাছে ২০ হাজার কোটি টাকারও বেশি জমা দিতে হবে ভোডাফোন কর্তৃপক্ষকে।

আয়কর দফতরের অভিযোগ, ২০০৭ সালে হংকং-এর সংস্থা হাচিনসনের কাছ থেকে ভারতে মোবাইল ব্যবসা কেনার সময় কর বাবদ যে টাকাটা আয়কর দফতরকে দেওয়ার কথা ছিল, ভোডাফোন তা দেয়নি। তার পর ১০ বছর ধরে ভারতে রমরমিয়ে মোবাইল ব্যবসা চালিয়ে যাচ্ছে ভোডাফোন।

আয়কর দফতরের ‘খাঁড়া’ নেমে এসেছে হাচিনসনের ঘাড়েও।

আয়কর দফতরের বক্তব্য, ২০০৭ সালে ব্রিটেনের ভোডাফোন গ্রুপকে হংকং-এর সংস্থাটি (হাচিনসন) তাদের হাচিনসন টেলিকমিউনিকেশন্স ইন্টারন্যাশনাল লিমিটেড (এইচটিআইএল)-এর ভারতে মোবাইল ব্যবসার মালিকানা পুরোপুরি বেচে দিয়েছিল। ১১০০ কোটি ডলারে। তার ফলে কর, সুদ, জরিমানা বাবদ হংকং-এর সংস্থা হাচিনসনের কাছেও আয়কর দফতরের প্রাপ্য ৩২ হাজার ৩২০ টাকা। তার মধ্যে বকেয়া আয়করের পরিমাণ ৭ হাজার ৯০০ কোটি টাকা। সুদের পরিমাণ ১৬ হাজার ৪৩০ কোটি টাকা। আর জরিমানার পরিমাণ ৭ হাজার ৯০০ কোটি টাকা।

সুদ, জরিমানা সহ সেই বকেয়া কর মেটানোর নোটিস যে তাঁরা ভারতের আয়কর দফতরের কাছ থেকে পেয়েছেন, ধনকুবের লি কা-শিং-এর সংস্থা সিকে হাচিনসন হোল্ডিংস লিমিটেডের তরফে তা জানানো হয়েছে হংকং স্টক এক্সচেঞ্জে। হংকং-এর সংস্থাটিকে এই প্রথম বকেয়া কর মেটানোর নোটিস ধরাল ভারতের আয়কর দফতর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income Tax Vodafone Penalty ভোডাফোন
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE