Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বিগড়োল সাইট, ভোগান্তি আয়কর রিটার্নেও

এ দিন বিকেল নাগাদ বিকল হয় সাইটটি। সন্ধ্যেয় কলকাতার আয়কর কমিশনার কে এল মাহেশ্বরীর দাবি, ‘‘শেষ দিনে এক সঙ্গে অনেকে সেখানে ঢোকার চেষ্টা করায় সমস্যা হয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ০২:৫২
Share: Save:

জিএসটি-র রিটার্ন জমা দিতে গিয়ে ওয়েবসাইট বিকল হওয়ায় নাকাল হয়েছিলেন ব্যবসায়ীরা। এ বার ভুগলেন আয়করদাতারাও। যে সব আয়করদাতার হিসাব অডিট করাতে হয়, তাঁদের রিটার্ন দাখিলের শেষ দিন ছিল মঙ্গলবার। কিন্তু ওয়েবসাইটের গোলমালে চূড়ান্ত ভোগান্তি হয়। আয়কর কর্তৃপক্ষের দাবি, রাতেই ফের সাইট চালু হয়েছে। তবে অনেকে আয়করদাতাই তাতে ঢুকতে না-পেরে শেষ পর্যন্ত রিটার্ন দিতে পারেননি। পরে অবশ্য জমার সময়সীমা ৭ নভেম্বর পর্যন্ত বাড়িয়েছে কেন্দ্র।

এ দিন বিকেল নাগাদ বিকল হয় সাইটটি। সন্ধ্যেয় কলকাতার আয়কর কমিশনার কে এল মাহেশ্বরীর দাবি, ‘‘শেষ দিনে এক সঙ্গে অনেকে সেখানে ঢোকার চেষ্টা করায় সমস্যা হয়। তবে ফের তা চালু হয়েছে।’’ আয়কর আইনজীবীদের অবশ্য অভিযোগ, তখনও সাইট খুলছিল না।

আয়কর আইনজীবী নিমাই মৌলিক ও অম্বরীশ মুখোপাধ্যায় বলেন, ‘‘৩টে থেকে বসে। আমাদের প্রায় ৭০% মক্কেল রাত ১০টা পর্যন্ত রিটার্ন দিতে পারেননি।’’ শেষ দিন রাত ১২টার মধ্যে রিটার্ন না-দিলে আয়করদাতার অন্তত দেড় লক্ষ টাকা জরিমানা হয়। তবে পরে জমার সময়সীমা বাড়ায় হাঁফ ছাড়েন সকলে।

সিদ্ধান্তকে স্বাগত জানান আয়কর আইনজীবীদের সংগঠন অল ইন্ডিয়া ফেডারেশন অব ইনকাম ট্যাক্স প্র্যাক্টিশনার্সের অন্যতম নেতা নারায়ণ জৈন। বলেন, ‘‘এমনিতেই জিএসটি ও আয়কর একসঙ্গে সামলাতে গিয়ে চাপে ল’ ফার্মগুলি। এ বার জরিমানা চাপলে তা হত দুর্ভাগ্যজনক।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Income Tax Website Disruption
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE