Advertisement
২৩ এপ্রিল ২০২৪

দক্ষতার বিশ্ব মঞ্চে সফল ভারত

বিভিন্ন পেশায় দক্ষতার স্বীকৃতি দিতে দু’বছরে এক বার হয় ‘স্কিল অলিম্পিক’। এ বছর বসেছিল আবু ধাবিতে। প্রতিযোগিতায় অংশ নেন ৫৯টি দেশের ১৩০০ জনেরও বেশি প্রতিযোগী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ০৩:০৬
Share: Save:

গত ২০০৭ সাল থেকে অংশ নিতে শুরু করার পরে এ বছরেই বিশ্ব দক্ষতা প্রতিযোগিতার মঞ্চে সেরা ফল করল ভারত। ২৮ জন ভারতীয় প্রতিযোগীর মধ্যে রুপো ও ব্রোঞ্জ জিতলেন দু’জন। এবং আরও সাত ভারতীয়ের সঙ্গে বিশেষ স্বীকৃতি অর্জন করলেন পশ্চিমবঙ্গের দুই প্রতিযোগী, রহিম মোমিন ও আসরফ জামাল।

বিভিন্ন পেশায় দক্ষতার স্বীকৃতি দিতে দু’বছরে এক বার হয় ‘স্কিল অলিম্পিক’। এ বছর বসেছিল আবু ধাবিতে। প্রতিযোগিতায় অংশ নেন ৫৯টি দেশের ১৩০০ জনেরও বেশি প্রতিযোগী। যার মধ্যে পেস্ট্রি ও কনফেকশনারি তৈরির পেশায় রুপোর পদক জিতেছেন দিল্লির মোহিত দুদেজা। ‘প্রোটোটাইপ’ (কোনও জিনিস তৈরির আগে তার প্রতিরূপ গড়ার)-এ ব্রোঞ্জ পেয়েছেন কর্নাটকের কিরণ সুধাকর।

অন্য দিকে, গয়নায় হুগলির হাজিগড়ের আসরফ জামাল ও ইটের নির্মাণ কাজে (রাজমিস্ত্রি) মালদহের খালতিপুরের রহিম মোমিন পেয়েছে বিশেষ স্বীকৃতি— ‘মেডেলিয়ন অব এক্সেলেন্স’। সেরা তিনের মধ্যে না-থাকলেও, গড় দক্ষতার চেয়ে বেশি নম্বর যাঁরা পান, তাঁদের এই সম্মান দেওয়া হয়। যা পেয়েছেন সাত জন আলাদা পেশায় নিযুক্ত ভারতীয়।

দক্ষতা উন্নয়ন ও উদ্যোগমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান বলেন, ‘‘দেশের জন্য এটা গর্বের।’’ ন্যাশনাল স্কিল ডেভেল-পমেন্ট কাউন্সিলের এমডি মনীশ কুমারের দাবি, ‘‘অন্যদেরও বৃত্তিমূলক প্রশিক্ষণে উদ্বুদ্ধ করবেন এঁরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE