Advertisement
১৮ এপ্রিল ২০২৪

বাজারে শেয়ার ছাড়তে প্রস্তাব পেশ ইন্ডিগোর

সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র কাছে মঙ্গলবারই খসড়া প্রস্তাবনাপত্র বা প্রসপেকটাস দাখিল করল ইন্ডিগো। এই প্রথম বাজারে শেয়ার ছাড়তে চলেছে দেশের অগ্রণী বিমান পরিষেবা সংস্থাটি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জুলাই ২০১৫ ০৩:২৯
Share: Save:

সব জল্পনার অবসান ঘটিয়ে বাজারে শেয়ার ছাড়ার জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া (সেবি)-র কাছে মঙ্গলবারই খসড়া প্রস্তাবনাপত্র বা প্রসপেকটাস দাখিল করল ইন্ডিগো। এই প্রথম বাজারে শেয়ার ছাড়তে চলেছে দেশের অগ্রণী বিমান পরিষেবা সংস্থাটি।

এ দিন ইন্ডিগোর পরিচালন সংস্থা ইন্টার গ্লোব এন্টারপ্রাইজেস জানিয়েছে, ১,২৭২.২ কোটি টাকার নতুন শেয়ার ছাড়বে সংস্থা। পাশাপাশি, ইন্ডিগোর লগ্নিকারীদের হাতে থাকা তিন কোটিরও বেশি শেয়ার বেচা হবে। খসড়া অনুসারে, পর্যটন শিল্পের উদ্যোগী রাহুল ভাটিয়া এবং ইউ এস এয়ারওয়েজ-এর প্রাক্তন চিফ এগ্‌জিকিউটিভ রাকেশ গাঙ্গোয়াল তাঁদের হাতের শেয়ারও বিক্রি করবেন। এই দু’জনের হাত ধরেই ২০০৬ সালে তৈরি হয় ইন্ডিগো। ব্যাঙ্কিং শিল্প সূত্রের খবর, সব মিলিয়ে বাজার থেকে প্রায় ৪০ কোটি ডলার (প্রায় ২,৫০০ কোটি টাকা) তুলবে সংস্থাটি।

প্রসঙ্গত, বাজার দখলের দিক থেকে ভারতে প্রথম স্থানে ইন্ডিগো। পাশাপাশি, দেশে এখন মাত্র যে দু’টি বিমান পরিষেবা সংস্থা মুনাফা করছে, তার মধ্যে আছে ইন্ডিগো। অপর সংস্থাটি হল গোএয়ার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

indigo sebi indigo globe enterprise indigo share
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE