Advertisement
২০ এপ্রিল ২০২৪

পাইকারি মূল্যবৃদ্ধি প্রায় দু’বছরে সর্বোচ্চ

এক ধাক্কায় ২৩ মাসের শিখর ছুঁল পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি। জুনের ১.৬২% থেকে বেড়ে তা জুলাইয়ে দাঁড়িয়েছে ৩.৫৫%। শিল্পমহলের আশঙ্কা তা ইতিমধ্যেই ৬.০৭ শতাংশে থাকা খুচরো মূল্যবৃদ্ধিকে আরও টেনে তুলবে। বাজার দরে লাগাম পরাতে তাই সরকারি হস্তক্ষেপ দাবি করেছে তারা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অগস্ট ২০১৬ ০৩:৩৫
Share: Save:

এক ধাক্কায় ২৩ মাসের শিখর ছুঁল পাইকারি বাজারের মূল্যবৃদ্ধি। জুনের ১.৬২% থেকে বেড়ে তা জুলাইয়ে দাঁড়িয়েছে ৩.৫৫%। শিল্পমহলের আশঙ্কা তা ইতিমধ্যেই ৬.০৭ শতাংশে থাকা খুচরো মূল্যবৃদ্ধিকে আরও টেনে তুলবে। বাজার দরে লাগাম পরাতে তাই সরকারি হস্তক্ষেপ দাবি করেছে তারা।

গত বছরের জুলাইয়ে পাইকারি দর কমেছিল ৪% হারে। ২০১৬-র মার্চ পর্যন্ত কমেছে পাইকারি মূল্যবৃদ্ধির হার। তারপরেই তা বাড়ার মুখ নিয়েছে। মূলত খাদ্যপণ্যের চড়া দরের হাত ধরেই পাইকারি বাজারে সার্বিক মূল্যবৃদ্ধির এই হার ফুলে-ফেঁপে উঠেছে বলে মঙ্গলবার প্রকাশিত সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। সাধারণ ভাবে জুলাইয়ে খাদ্য সামগ্রীর দর বেড়েছে ১১.৮২% হারে। হিসেবে স্পষ্ট, পেঁয়াজ বাদে সব খাদ্যপণ্যেরই দাম বেড়েছে। যেমন: আলুর দাম বেড়েছে ৫৮.৭৮%, ডাল ৩৫.৭৬%, শাক-সব্জি ২৮.০৫%, শস্য ৭.০৩%। এ ছাড়া চিনির দাম বেড়েছে ৩২.৩৩%, ফল ১৭.৩০%। পেঁয়াজের দাম অবশ্য কমেছে ৩৬.২৯%।

কল-কারখানায় তৈরি পণ্যের দাম বেড়েছে মাত্র ১.৮৩% হারে। পেট্রোলের দর কমেছে ১০.৩০%।

শিল্পমহল ও বিশেষজ্ঞদের অবশ্য আশা, ভাল বর্ষার প্রভাবে খরিফ শস্যের ফলন বাড়লে সবাইকে স্বস্তি দিয়ে কমে আসবে মূল্যবৃদ্ধির হার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Inflation Wholesale Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE