Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Business News

গ্লোবাল বিজনেস সামিট-এ যোগ দিতে হায়দরাবাদে ট্রাম্পের কন্যা ইভাঙ্কা

মঙ্গলবার থেকেই হায়দরাবাদে শুরু হল ‘গ্লোবাল বিজনেস সামিট ২০১৭’। সম্মেলনের প্রথম দিনে ইভাঙ্কা ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

রয়টার্সের তোলা ফাইল চিত্র।

রয়টার্সের তোলা ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
হায়দরাবাদ শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১০:৪৯
Share: Save:

ভারত সফরে এলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনান্ড ট্রাম্পের মেয়ে তথা পরামর্শাদাতা ইভাঙ্কা ট্রাম্প। উদ্দেশ্য, হায়দরাবাদে বিশ্ব উদ্যোগপতি সম্মেলনে যোগদান করা। মঙ্গলবার থেকেই ওই শহরে শুরু হল ‘গ্লোবাল বিজনেস সামিট ২০১৭’। সম্মেলনের প্রথম দিনে ইভাঙ্কা ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

আগামিকালও এই সম্মেলনে উপস্থিত থাকবেন ইভাঙ্কা।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধামন্ত্রী মোদী ছাড়াও ভাষণ দেবেন ইভাঙ্কা।

শহরের বহু স্কুল-কলেজে ছুটিও ঘোষণা করা হয়েছে।

নিরাপত্তার খাতিরে শহরের ট্র্যাফিক নিয়ন্ত্রণ করা হচ্ছে।

হায়দরাবাদে এক হাজারেরও বেশি নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে।

ইভাঙ্কার সফর ঘিরে সাজ সাজ রব গোটা হায়দরাবাদ জুড়ে।

আরও পড়ুন

কিমকে ঠেকাতে ভারতকে পাশে চাইছে সোল

পুলিশে চাকরি পেলেন অমিতাভ মালিকের স্ত্রী

মহিলা উদ্যোগপতিদের সুযোগ-সুবিধা ও সমস্যার উপর বাড়তি জোর দেওয়া হচ্ছে।

সম্মেলনে হাজির থাকবেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় উদ্যোগীরাও।

সম্মেলনে মোট ১২০০ উদ্যোগপতি যোগ দিচ্ছেন। তার মধ্যে ৪০০ জন ভারতের। ৪০০ জন আমেরিকার উদ্যোগপতি।

ইন্দো-মার্কিন বিশ্ব উদ্যোগপতি সম্মেলনে যোগ দিতে ইভাঙ্কার সঙ্গে এ দেশে এসেছেন ৩৫০ সদস্যের এক প্রতিনিধিদল।

চলতি বছরে মার্কিন সফরের সময় ইভাঙ্কাকে এ দেশের আসার আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী।

এর আগেও ভারতে এসেছিলেন ইভাঙ্কা। তবে সরকারি সফরে এই প্রথম এ দেশে এলেন তিনি।

ভারতে এই প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE