Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ভারতে ১৬৯ টি ম্যাকডোনাল্ড’স আউলেট বন্ধ হয়ে যাচ্ছে

ম্যাকডোনাল্ড’স এ বার নতুন অংশীদার খুঁজছে৷ গত ২৯ জুনের পর অস্থায়ী ভাবে সংস্থাটি দিল্লিতে তাদের ৪০টি রেস্তেরাঁয় কাজকর্ম বন্ধ রেখেছিল।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৭ ০৯:০০
Share: Save:

উত্তর ও পূর্ব ভারতের ১৬৯টি আউটলেটের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বাতিল করল ম্যাকডোনাল্ড’স। এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে এই আউলটেলগুলি। কাজ হারাতে চলেছেন প্রায় ১০ হাজারেরও বেশি মানুষ।

সংস্থার তরফে জানানো হয়েছে, উত্তর ও পূর্ব ভারতে কনট প্লাজা রেস্টুরেন্ট লিমিটেড(সিপিআরএল) আর কোনও কাজেই ম্যাকডোনাল্ড-এর ব্র্যান্ড ব্যবহার করতে পারবে না। সোমবার ম্যাকডোনাল্ড’স ইন্ডিয়া ঘোষণা করেছে বিক্রম বক্সীর কনটপ্লাজা রেস্টুব়্যান্ডস সঙ্গে ফ্রাঞ্চাইজি চুক্তি শেষ। অভিযোগ কনট প্লাজা রেস্টুব়েন্ট তাদের চুক্তির শর্ত ভেঙেছেন তাই তারা ফ্রাঞ্চাইজি চুক্তি বাতিল করতে বাধ্য হয়েছেন৷

আরও পড়ুন: আজ ব্যাঙ্ক ধর্মঘট, বন্ধ থাকতে পারে এটিএম-ও

ম্যাকডোনাল্ড’স এ বার নতুন অংশীদার খুঁজছে৷ গত ২৯ জুনের পর অস্থায়ী ভাবে সংস্থাটি দিল্লিতে তাদের ৪০টি রেস্তেরাঁয় কাজকর্ম বন্ধ রেখেছিল। কারণ ওই সব আউটলেটে লাইসেন্সের মেয়াদ পেরিয়ে গিয়েছিল৷ গত ২৩ বছর ধরে এই দুই সংস্থার মধ্যে ৫০:৫০ যৌথ উদ্যোগে চলছে এই আউটলেটগুলি। তবে ২১৩ সাল থেকে সংস্থার নিয়ন্ত্রণ নিয়ে বক্সীর সঙ্গে ম্যাকডোনাল্ড’স ইন্ডিয়া একটা লড়াই চলছিল৷ এই মুহূর্তে গোটা দেশে ম্যাকডোনাল্ডের ৪৩০টি আউটলেট রয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE