Advertisement
২৩ এপ্রিল ২০২৪

ফোর-জি ফোন বিক্রিই এখন পাখির চোখ মাইক্রোম্যাক্সের

চলতি বছরে তারা মোট যতগুলি স্মার্ট ফোন বিক্রি করতে পারবে, তার এক চতুর্থাংশই ফোর-জি সংযোগচালিত হ্যান্ডসেট হবে বলে আশা মাইক্রোম্যাক্সের। ভারতের এই দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা সংস্থাটি জানিয়েছে, এই মুহর্তে তাদের ঝুলিতে রয়েছে চারটি ফোর-জি ফোন।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০১৫ ০০:০০
Share: Save:

চলতি বছরে তারা মোট যতগুলি স্মার্ট ফোন বিক্রি করতে পারবে, তার এক চতুর্থাংশই ফোর-জি সংযোগচালিত হ্যান্ডসেট হবে বলে আশা মাইক্রোম্যাক্সের। ভারতের এই দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা সংস্থাটি জানিয়েছে, এই মুহর্তে তাদের ঝুলিতে রয়েছে চারটি ফোর-জি ফোন। তবে আগামী দিনে এগুলি বিক্রির সম্ভাবনা অনেক বেশি ধরে নিয়েই ওই সংখ্যাটা দ্রুত আরও বাড়াতে চায় তারা।

মাইক্রোম্যাক্স সিইও বিনীত তানেজা বলেন, ‘‘আমরা এই মাসে এবং দেওয়ালির আগে মোট তিনটি ফোর-জি হ্যান্ডসেট আনব। যেগুলির দাম থাকবে ১২৫ ডলারের (প্রায় ৮,৩০০ টাকা) নীচে। এ ছাড়া, আরও পাঁচটি ফোন আনব, যেগুলির দাম হবে আরও কম, ১০০ ডলারের (প্রায় ৬,৬০০ টাকা) নীচে।’’

পরিসংখ্যান জানাচ্ছে, মাইক্রোম্যাক্স এখন মাসে প্রায় ২০ লক্ষ স্মার্ট ফোন বিক্রি করে। কিন্তু সারা দেশে পুরোদমে ফোর-জি পরিষেবা চালু হয়ে গেলে ছবিটা খুব তাড়াতাড়ি বদলাবে বলে মনে করছে তারা। কারণ, এমনিতেই দ্রুত গতিতে স্মার্ট ফোনের বাজার বাড়ছে ভারতে। এর পর নেটে আরও তাড়াতাড়ি তথ্য আদানপ্রদানের সুবিধা দেশ জুড়ে এসে গেলে অনেকেই নিজেদের পুরনো ফোন বদলে ফোর-জি সক্ষম স্মার্ট ফোনের দিকে ঝুঁকবেন। সেই সময়ে যাতে ব্যবসা বাড়ানোর সুযোগ বিন্দুমাত্র হাতছাড়া না হয়, তার প্রস্তুতি হিসেবে এখন থেকেই জমি তৈরি করে রাখছে মাইক্রোম্যাক্স।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

micromax mobile phones 4g enabled micromax 4g
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE