Advertisement
২৫ এপ্রিল ২০২৪

মিশ্র প্রভাব জুনের গাড়ি বিক্রিতে

আগের বছরের চেয়ে জুনে মারুতির যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে ১.২%। সিয়াজের পাশাপাশি ইউটিলিটি ভেহিকলের বিক্রি বেড়েছে ৪০ শতাংশের বেশি। কিন্তু তা কমেছে ছোট গাড়ির। ওই মাসে সংস্থা বিক্রি করেছে মোট ৯৩,২৬৩টি গাড়ি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুলাই ২০১৭ ০২:৩০
Share: Save:

পণ্য পরিষেবা কর (জিএসটি) চালুর আগে তা নিয়ে বিভ্রান্তির জেরে মিশ্র প্রতিক্রিয়া দেশের গাড়ি শিল্পে। জুনে মারুতি-সুজুকির যাত্রী গাড়ি বিক্রি সামান্য বাড়লেও তা কমেছে হুন্ডাই, টাটা মোটরস, মহীন্দ্রার মতো সংস্থার।

আগের বছরের চেয়ে জুনে মারুতির যাত্রী গাড়ির বিক্রি বেড়েছে ১.২%। সিয়াজের পাশাপাশি ইউটিলিটি ভেহিকলের বিক্রি বেড়েছে ৪০ শতাংশের বেশি। কিন্তু তা কমেছে ছোট গাড়ির। ওই মাসে সংস্থা বিক্রি করেছে মোট ৯৩,২৬৩টি গাড়ি।

হুন্ডাইয়ের বিক্রি জুনে ৫.৬% কমে হয়েছে ৩৯,৮০৭। ভারতে সংস্থার ডিরেক্টর (বিক্রি ও বিপণন) রাকেশ শ্রীবাস্তবের মতে, জিএসটি-র সম্ভাব্য প্রভাব নিয়ে নানা চিন্তায় গত মাসে গাড়ি শিল্প যথেষ্টই চ্যালেঞ্জের মুখে পড়ে। তবে তাঁদের দাবি, এই অবস্থাতেও বছরের প্রথম ছ’মাসের হিসেবে এ বারই সবচেয়ে বেশি গাড়ি বিক্রি (২,৫৩,৪২৮টি) করেছে তারা।

প্রায় ১০% বিক্রি কমেছে টাটা মোটরসেরও। তাদের বক্তব্য, আগ্রহী ক্রেতাদের মধ্যে জিএসটি নিয়ে সংশয়ের জন্যই প্রভাব পড়েছে যাত্রী গাড়ির ব্যবসায়। মহীন্দ্রার বিক্রি ৩% কমে হয়েছে ৩৩,৮৬১টি।

তবে বিক্রি কম হলেও সংস্থাগুলির দাবি, প্রাথমিক অনিশ্চয়তা কাটিয়ে পুরোদমে জিএসটি চালু হলে গাড়ি বাজারে ইতিবাচক প্রভাব পড়বে। শো-রুমের দিকে পা বাড়াবেন ক্রেতারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST Cars Selling জুন গাড়ি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE