Advertisement
১৯ এপ্রিল ২০২৪
সুদ-সহ বকেয়া আদায় শুরুর নির্দেশ

ডিআরটি-র নির্দেশে আরও চাপে মাল্য

এ বার আরও বিপাকে পড়লেন বিজয় মাল্য।স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ব্যাঙ্কগুলির কনসোর্টিয়ামকে মাল্য ও তাঁর সংস্থার কাছ থেকে বছরে ১১.৫% সুদে ৬,০২৩ কোটি টাকারও বেশি বকেয়া আদায়ের প্রক্রিয়া শুরু করতে বৃহস্পতিবার নির্দেশ দিল ঋণ আদায়কারী ট্রাইব্যুনাল (ডিআরটি)।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০১৭ ০২:৪৪
Share: Save:

এ বার আরও বিপাকে পড়লেন বিজয় মাল্য।

স্টেট ব্যাঙ্কের নেতৃত্বাধীন ব্যাঙ্কগুলির কনসোর্টিয়ামকে মাল্য ও তাঁর সংস্থার কাছ থেকে বছরে ১১.৫% সুদে ৬,০২৩ কোটি টাকারও বেশি বকেয়া আদায়ের প্রক্রিয়া শুরু করতে বৃহস্পতিবার নির্দেশ দিল ঋণ আদায়কারী ট্রাইব্যুনাল (ডিআরটি)। বসে যাওয়া বিমান সংস্থা কিংগ্‌ফিশার এয়ারলাইন্স সংক্রান্ত মামলায় এই নির্দেশ দিয়েছে ডিআরটি। এতে কিংগ্‌ফিশার কর্তার পাশাপাশি তাঁর যে সমস্ত সংস্থার কাছ থেকে বকেয়া আদায়ের কথা বলা হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে ইউবিএইচএল, কিংগ্‌ফিশার ইনভেস্ট এবং কিংগ্‌ফিশার এয়ারলাইন্স।

প্রসঙ্গত, কিংগ্‌ফিশারকে দেওয়া ওই ঋণ শোধ না-হওয়ায় বিমান সংস্থাটি ও মাল্যের কাছ থেকে বকেয়া টাকা উদ্ধারের জন্য গত ২০১৩ সালেই ডিআরটি-র দ্বারস্থ হয়েছিল ঋণদাতা ব্যাঙ্কগুলির কনসোর্টিয়াম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya DRT
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE