Advertisement
২০ এপ্রিল ২০২৪

পূর্বাঞ্চলে স্টার্ট-আপে লগ্নি টানতে প্রয়াস

পূর্বাঞ্চলে ‘স্টার্ট-আপ’ সংস্থায় লগ্নি পেতে কোমর বেঁধে নামছে তথ্যপ্রযুক্তি শিল্পের সংগঠন ন্যাসকম। তাদের পূর্বাঞ্চলীয় শাখা ৩০টি স্টার্ট-আপকে বাছাই করে দু’মাস প্রশিক্ষণ দিতে চায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৭ ০২:৫৮
Share: Save:

পূর্বাঞ্চলে ‘স্টার্ট-আপ’ সংস্থায় লগ্নি পেতে কোমর বেঁধে নামছে তথ্যপ্রযুক্তি শিল্পের সংগঠন ন্যাসকম। তাদের পূর্বাঞ্চলীয় শাখা ৩০টি স্টার্ট-আপকে বাছাই করে দু’মাস প্রশিক্ষণ দিতে চায়। তবে সেই সব সংস্থার শুধু পরিকল্পনা থাকলে হবে না। ব্যবসা চালু থাকতে হবে।

মঙ্গলবার ন্যাসকমের পূর্বাঞ্চলীয় চেয়ারম্যান কমল অগ্রবাল, অন্যতম কর্তা অলকেশ অগ্রবাল ও আঞ্চলিক অধিকর্তা নিরুপম চৌধুরী জানান, ‘থ্রাইভ-৩০’ শীর্ষক ওই পরিকল্পনায় ৩০টি চালু স্টার্ট-আপ সংস্থাকে লগ্নিকারীদের কাছে তুলে ধরতে চান তাঁরা। তাঁদের বক্তব্য, বাস্তবে দেখা যায় অনেক স্টার্ট-আপ ব্যবসায়িক ভাবে সফল হতে পারে না। তাই বাস্তবে ব্যবসা করছে, এমন সংস্থাকেই আরও উন্নত করার লক্ষ্যে থ্রাইভ-৩০ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যেখানে তাদের খামতি দূর করে লগ্নিকারীদের আস্থা অর্জনে দক্ষ করে তুলবে ন্যাসকম। ৬ জুলাই শহরে ‘ন্যাসকম প্রোডাক্ট কনক্লেভ’-এ জাতীয় ও আন্তর্জাতিক লগ্নিকারী ও পুঁজি সংস্থাগুলির মঞ্চে ৩০টি স্টার্ট-আপ সংস্থাকে তুলে ধরা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

NASSCOM Start Up Investment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE