Advertisement
২৩ এপ্রিল ২০২৪
আর্থিক সংস্থার খসড়া বিল ঘিরে বিতর্ক দেশ জুড়ে

খোয়া যাবে না তো টাকা, চিন্তা সেটাই

অর্থ মন্ত্রকের দাবি, ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত টাকা আরও সুরক্ষিত রাখতেই নতুন আইন তৈরির এই উদ্যোগ। কিন্তু তা সত্ত্বেও এ নিয়ে জল্পনা জোরালো। তীব্র প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়।

প্রজ্ঞানন্দ চৌধুরী
কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৩:৪২
Share: Save:

খসড়া বিল নিয়ে সংসদীয় যৌথ কমিটি রিপোর্ট পেশ করেনি এখনও। তাতেই আর্থিক ক্ষেত্রকে নিয়ন্ত্রণের ওই বিল ঘিরে বিতর্ক দানা বাঁধছে দেশ জুড়ে। শনিবার এ নিয়ে আক্রমণ শাণিয়েছে শিবসেনা। আর মানুষের মনে ঘুরপাক খাচ্ছে প্রশ্ন, তবে কি আগামী দিনে ব্যাঙ্কে টাকা রাখা আর নিরাপদ থাকবে না? তা মার যাওয়ার সম্ভাবনা তৈরি হবে কোনও ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ালে?

অর্থ মন্ত্রকের দাবি, ব্যাঙ্ক বা কোনও আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত টাকা আরও সুরক্ষিত রাখতেই নতুন আইন তৈরির এই উদ্যোগ। কিন্তু তা সত্ত্বেও এ নিয়ে জল্পনা জোরালো। তীব্র প্রতিবাদ সোশ্যাল মিডিয়ায়।

খসড়া বিলের ৫২ নম্বর ধারায় বলা হয়েছে, নতুন আইন তৈরি হলে, দেউলিয়া ঘোষণার মুখে দাঁড়ানো ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান ‘বেইল-ইন’ প্রকল্প তৈরি করতে পারে। অর্থাৎ, ঘুরে দাঁড়াতে সেখানে গচ্ছিত গ্রাহকদের টাকা ব্যবহার করতে পারে তাঁদের অনুমতি ছাড়াই।

অনেকের অভিযোগ, এতে ব্যাঙ্ক এবং গ্রাহকের মধ্যে চুক্তির খেলাপ হবে। নড়বড়ে হবে পারষ্পরিক বিশ্বাস। ব্যাঙ্কিং বিশেষজ্ঞ বি কে দত্তের মতে, প্রস্তাবিত বিল অনুযায়ী, ওই চুক্তি একতরফা ভাবে বাতিল হতে পারে। সুদ সমেত টাকা নগদে না-পেয়ে নিতে হতে পারে রুগ্‌ণ ব্যাঙ্কের শেয়ার কিংবা বন্ড!

• কোনও ব্যাঙ্কে যত অ্যাকাউন্টে যত টাকাই কারও থাকুক, সেই ব্যাঙ্কের ব্যবসা লাটে উঠলে এক লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিত ভাবে ফেরত পাবেন তিনি

• বাকির কিছুটা মিলতে পারে ব্যাঙ্কের সম্পদ ইত্যাদি বেচে

• সেই সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে থাকে গচ্ছিত টাকা মার না-যাওয়ার অলিখিত সরকারি গ্যারান্টি

• আর্থিক সঙ্কটে ব্যাঙ্ক দেউলিয়া ঘোষণার মুখে থাকলে, আমানতের টাকা গ্রাহকের অনুমতি না-নিয়েই বাড়তি সময় আটকে রাখতে পারবে ব্যাঙ্ক

• হেরফের করতে পারবে সুদে

• প্রয়োজনে টাকা বদলে দিতে পারবে শেয়ার, ডিবেঞ্চার, বন্ডে

• তবে কি লক্ষ টাকা পর্যন্ত ফেরতের নিশ্চয়তা থাকবে না?

• উবে যাবে কেন্দ্রের গ্যারান্টি?

• ব্যাঙ্ক-গ্রাহকের মধ্যে সুদ সমেত টাকা ফেরতের চুক্তি থাকে। সঙ্কটে কি একতরফা ভাবে সেটি বদলে দিতে পারবে ব্যাঙ্কগুলি?

মার্চেন্ট চেম্বার অব কমার্সের ব্যাঙ্কিং কমিটির চেয়ারম্যান স্মরজিৎ মিত্রের কথায়, ‘‘এটি সংবিধান বিরোধী।’’ অল ইন্ডিয়া রিজার্ভ ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সমীর ঘোষ বলেন, ‘‘এ বিষয়ে কেন্দ্রের আশ্বাসের মূল্য নেই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE