Advertisement
২০ এপ্রিল ২০২৪

ত্রাণের পক্ষে নীতি আয়োগ, বাড়ল বিভ্রান্তি

 ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ত্রাণ প্রকল্প (স্টিমুলাস প্যাকেজ) ঘোষণার যৌক্তিকতা আছে বলেই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তবে তাঁর মতে, ওই টাকা মূলধনী খাতে লগ্নি এবং উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহার হলে, একমাত্র তবেই কার্যকরী হবে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৭ ০৬:৪০
Share: Save:

ঝিমিয়ে পড়া অর্থনীতিকে চাঙ্গা করতে ত্রাণ প্রকল্প (স্টিমুলাস প্যাকেজ) ঘোষণার যৌক্তিকতা আছে বলেই মনে করেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান রাজীব কুমার। তবে তাঁর মতে, ওই টাকা মূলধনী খাতে লগ্নি এবং উৎপাদনশীলতা বাড়াতে ব্যবহার হলে, একমাত্র তবেই কার্যকরী হবে।

সোমবার সংবাদ সংস্থাকে ত্রাণ প্রকল্পের প্রস্তাব সমর্থনের এই কথা বলেছেন কুমার। কিন্তু তা শুনে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে। কারণ, জিডিপি তিন বছরের তলানিতে (৫.৭%) নামার পরে খোদ অর্থমন্ত্রী অরুণ জেটলির ইঙ্গিত ছিল, অর্থনীতিকে চাঙ্গা করতে ত্রাণ প্রকল্প ঘোষণার পথে হাঁটতে পারে কেন্দ্র। তিনি বলেন, ‘‘বেসরকারি লগ্নির ক্ষেত্রে সমস্যা আছে। সরকার তা জানে। শীঘ্রই আমাদের থেকে কিছু শুনবেন।’’ কিন্তু হালে সেই জেটলিই বলেছেন, ‘ত্রাণ প্রকল্প’ শব্দটি তিনি উচ্চারণ করেননি। সংবাদমাধ্যমই ওই মানে দাঁড় করিয়েছে।

আবার প্রধানমন্ত্রীর আর্থিক উপদেষ্টা কমিটির চেয়ারম্যান বিবেক দেবরায় বলেছেন, ‘‘ঘাটতি কমানোর রাস্তা থেকে সরে আসা উচিত নয়।’’ ইঙ্গিত স্পষ্ট, ত্রাণ ঘোষণা করতে গিয়ে ঘাটতির রাশ আলগা হোক, সেটি চান না তাঁরা। এই পরিপ্রেক্ষিতে এ দিন কুমারের মন্তব্যে প্রশ্ন, তবে কি ত্রাণ নিয়ে ধোঁয়াশা সরকারের অন্দরেই?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GDP Niti Ayog Rajiv Kumar Stimulus Package
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE