Advertisement
২০ এপ্রিল ২০২৪

জেএনপিটি সেজ পাচ্ছে ৬০ হাজার কোটি বিনিয়োগ

২০১৪ সালে প্রধানমন্ত্রীর তখ্‌তে বসার ঠিক পরেই এই বিশেষ আর্থিক অঞ্চলটির শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী। তখনই বলেছিলেন, এর হাত ধরে দেড় লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যের কথাও।

নিতিন গডকড়ী। ছবি: পিটিআই।

নিতিন গডকড়ী। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ০৩:১২
Share: Save:

দেশের বৃহত্তম পণ্য পরিবহণ বন্দর জেএনপিটি-র লাগোয়া বিশেষ আর্থিক অঞ্চলে (এসইজেড বা সেজ) ৬০ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে বলে জানালেন কেন্দ্রীয় জাহাজ ও বন্দরমন্ত্রী নিতিন গডকড়ী। শনিবার এক আলোচনা সভার মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘রফতানির লক্ষ্যে ২৪টি সংস্থা ইতিমধ্যেই জেএনপিটি সেজ-এ পা রাখতে চেয়েছে। যার হাত ধরে তৈরি হবে ১.২৫ থেকে ১.৫০ লক্ষ কর্মসংস্থান।’’

২০১৪ সালে প্রধানমন্ত্রীর তখ্‌তে বসার ঠিক পরেই এই বিশেষ আর্থিক অঞ্চলটির শিলান্যাস করেছিলেন নরেন্দ্র মোদী। তখনই বলেছিলেন, এর হাত ধরে দেড় লক্ষ কর্মসংস্থানের লক্ষ্যের কথাও।

এ দিন অবশ্য গডকড়ী জানাননি, কোন কোন সংস্থা বিনিয়োগের প্রস্তাব দিয়েছে। তবে সম্প্রতি বিভিন্ন সূত্রের ইঙ্গিত, তাইওয়ানের চুক্তিভিত্তিক নির্মাতা সংস্থা ফক্সকন আগ্রহীদের মধ্যে অন্যতম। এই এসইজেডে মোবাইল হ্যান্ডসেট তৈরি করার পরিকল্পনা করেছে তারা। যার জেরে বড় সংখ্যায় কর্মসংস্থান হবে বলেও আঁচ মিলেছে।

ফক্সকন নিয়ে ছড়িয়ে পড়া এই খবর প্রসঙ্গে কারও নাম না-করে এ দিন গডকড়ীও বলেন একটি সংস্থার ৬,০০০ কোটি টাকা বিনিয়োগের প্রতিশ্রুতি ও সেই সূত্রে প্রায় ৪০ হাজার মানুষের কাজ তৈরির সম্ভাবনার কথা।

উল্লেখ্য, মুম্বই ও তার শহরতলি দিয়ে পণ্য পরিবহণের ভিড় হাল্কা করতেই নিকটবর্তী ভাসাইয়ে এই সেজ তৈরির নির্দেশ দিয়েছিল বন্দর মন্ত্রক। যেখান থেকে পণ্য সরাসরি জেএনপিটি-র বার্জে পাঠানো যাবে। সেজটি ছড়ানো প্রায় ২৭৭ হেক্টর জুড়ে।
এখন সেখানে ৪,০০০ কোটি টাকা লগ্নি করছে জেএনপিটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE