Advertisement
২০ এপ্রিল ২০২৪
Business News

নোকিয়ার অ্যান্ড্রয়েড ফোন এ বার সস্তায়, জেনে নিন দাম কত

নোকিয়া ৩, নতুন অ্যান্ড্রয়েড ফোন। এ বার তা কিনতে পারবেন ভারতীয় ক্রেতারাও। ক্রোমা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই ফোন। এই মুহূর্তে নোকিয়া ৩-এর উপর বিশেষ ছাড়ও দিচ্ছে এই অনলাইন রিটেলার সংস্থা।

সদ্যই ভারতের বাজারে এসেছে নোকিয়া ৩। ছবি: ফেসবুকের সৌজন্যে

সদ্যই ভারতের বাজারে এসেছে নোকিয়া ৩। ছবি: ফেসবুকের সৌজন্যে

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৭:০১
Share: Save:

অ্যান্ড্রয়েডের সঙ্গে জোট বেঁধে অনলাইনে এল নোকিয়ার নতুন মডেল। নোকিয়া ৩, নতুন অ্যান্ড্রয়েড ফোন। এ বার তা কিনতে পারবেন ভারতীয় ক্রেতারাও। ক্রোমা ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে এই ফোন। এই মুহূর্তে নোকিয়া ৩-এর উপর বিশেষ ছাড়ও দিচ্ছে এই অনলাইন রিটেলার সংস্থা। ৭ শতাংশ ছাড় দেওয়ার পর ১০ হাজার ২০০ টাকার নোকিয়া ৩ এখন পাওয়া যাচ্ছে ৯ হাজার ৪৯৯ টাকায়।

ওই সংস্থা সূত্রে খবর, নোকিয়া ৩-এর পরে খুব তাড়াতাড়ি বাজারে আসবে নোকিয়া ৫ এবং ৬-ও। নোকিয়া ৩ পাওয়া যাচ্ছে চারটি রঙে— সিলভার হোয়াইট, ম্যাট ব্ল্যাক, টেম্পারেড ব্লু, কপার হোয়াইট। তবে, ক্রোমাতে ম্যাট ব্ল্যাক ও টেম্পারেড ব্লু রঙের নোকিয়া ৩ পাওয়া যাবে। ক্রোমাতে এই ফোন বুক করলে পাওয়া পাওয়া যাবে ক্যাশ অন ডেলিভারির সুযোগ। পাশাপাশি, ইএমআই-এর সুবিধাও দিচ্ছে এই ওয়েবসাইট।

আরও পড়ুন: ‘মনসুন অফার’ নিয়ে এল এয়ারটেল, দেখে নিন কী ভাবে পাবেন ৩০ জিবি ফ্রি ডেটা

• ২,৬৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে নোকিয়া ৩-তে।

• অ্যালুমিনিয়াম ফ্রেমে প্লাস্টিক বডিতে পাওয়া যাবে নোকিয়া ৩।

• রয়েছে ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।

• ১২৮ জিবি এক্সপ্যানডেবল মেমরি রয়েছে এতে।

• রয়েছে এমটি ৬৭৩৭ প্রসেসর।

• রয়েছে অ্যান্ড্রয়েডের ৭.১.১ ভার্সন।

• ২ জিবি র‌্যাম রয়েছে এই ফোনে।

• ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে-ও রয়েছে এই ফোনে।

• নোকিয়া ৩-এ পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও।

• ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ও ৮ মেগাপিক্সেল ব্যাক ক্যামেরা রয়েছে এই ফোনে।

নোকিয়া সূত্রে খবর, সামনের মাসেই লঞ্চ করবে নোকিয়া ৫ ও নোকিয়া ৬। আগামী ১৪ জুলাই অ্যামাজনে বিশেষ ছাড়ের পর নোকিয়া-৬ পাওয়া যাবে ১৪ হাজার ৯৯৯ টাকায়। অন্য দিকে, ওই একই সাইটে আগামী ৭ জুলাই নোকিয়া ৫-এর উপর বিশেষ ছাড় পাওয়া যাবে। ওই দিনের জন্য ফোনটি পাওয়া যাবে, ১২ হাজার ৮৯৯ টাকায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE