Advertisement
১৯ এপ্রিল ২০২৪

কেন্দ্রের দাবি লক্ষ কোটি, তবু তির রাহুলের

ইতিমধ্যেই জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ তকমা দিয়ে রাহুল বলেন, এর ধারণাটি কংগ্রেসের, তবে তার লক্ষ্য ছিল মানুষের জীবনযাত্রা সহজ করা। কিন্তু কার্যত তা জটিলই হয়েছে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ০২:২৩
Share: Save:

জিএসটি জমানায় কর ফাঁকি বন্ধ হলে প্রতি মাসে ভাঁড়ারে আসতে পারে ১ লক্ষ কোটি টাকা। ২০১৮-’১৯ অর্থবর্ষের শেষে এই অঙ্ক আদায় সম্ভব, এমনটাই মঙ্গলবার দাবি করলেন অর্থ মন্ত্রকের অফিসাররা। তবে এ দিনই কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী কর্নাটকে ভোটের প্রচারে গিয়ে দাবি করেন, তাঁর দল কেন্দ্রে ক্ষমতায় এলে সরল হবে জিএসটি। চেষ্টা করা হবে একটি হারে নামিয়ে ‘ভদ্রস্থ’ করার।

ইতিমধ্যেই জিএসটিকে ‘গব্বর সিং ট্যাক্স’ তকমা দিয়ে রাহুল বলেন, এর ধারণাটি কংগ্রেসের, তবে তার লক্ষ্য ছিল মানুষের জীবনযাত্রা সহজ করা। কিন্তু কার্যত তা জটিলই হয়েছে।

সরকারি সূত্রে খবর, ফাঁকি রুখতে জিএসটি রিটার্নের তথ্যের সঙ্গে মিলিয়ে দেখা হবে আয়কর রিটার্নের তথ্য। রিটার্ন জমার পুরো ব্যবস্থায় স্থিতি এলে ফাঁকি ঠেকানো যাবে বলে দাবি অর্থ মন্ত্রকের। আগামী অর্থবর্ষে জিএসটি খাতে ৭.৪৪ লক্ষ কোটি টাকা আদায় হবে, হিসেব কেন্দ্রের। জুলাই থেকে ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে ৪.৪৪ লক্ষ কোটি আসার কথা।

জিএসটির অঙ্ক

জুলাই

অগস্ট

সেপ্টেম্বর

অক্টোবর

নভেম্বর

ডিসেম্বর

৯২,২৮৩

৯০,৬৬৯

৯২,১৫০

৮৩,৩৪৬

৮০,৮০৮

৮৬,৭০৩

(২৪ জানুয়ারি পর্যন্ত)

সব হিসেব কোটি টাকায়

তথ্যসূত্র: অর্থ মন্ত্রক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Indian economy GST
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE