Advertisement
২০ এপ্রিল ২০২৪

অনলাইনে লগ্নি মিউচুয়াল ফান্ডে

লগ্নিকারীদের সহজে ও দ্রুত মিউচুয়াল ফান্ড কেনার সুযোগ করে দিতে বিশেষ অনলাইন ব্যবস্থা আইএফএ এক্সপ্রেস চালু করেছে অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা ‘ডিএসপি ব্ল্যাকরক’।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৫ ০২:৫৯
Share: Save:

লগ্নিকারীদের সহজে ও দ্রুত মিউচুয়াল ফান্ড কেনার সুযোগ করে দিতে বিশেষ অনলাইন ব্যবস্থা আইএফএ এক্সপ্রেস চালু করেছে অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা ‘ডিএসপি ব্ল্যাকরক’। এতে সংস্থার নথিভুক্ত ‘ফিনান্সিয়াল অ্যাডভাইজর’-রাও অনেক বেশি ব্যবসা করার সুযোগ পাবেন বলে দাবি তাদের।

সংস্থার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (মার্কেটিং) সুদীপ কুমার মণ্ডলের বক্তব্য, বর্তমান নিয়ম অনুসারে কোনও বিনিয়োগকারী মিউচুয়াল ফান্ডে সঞ্চয় করতে চাইলে অনেক নথিপত্র পূরণ করতে হয়। তাতে অহেতুক বাড়তি সময়ও লাগে। কিন্তু সেই ব্যক্তির যদি আগে লগ্নি করার সময়ে ‘নো ইয়োর কাস্টমার’ বা ‘কেওয়াইসি’ সংক্রান্ত সব নথিপত্র দাখিল করা থাকে এবং তাঁর মোবাইল নম্বর ও ই-মেল সংস্থার কাছে নথিভুক্ত থাকে, তা হলে নয়া ব্যবস্থায় সহজেই তিনি অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

সংস্থার নথিভুক্ত ‘ফিনান্সিয়াল অ্যাডভাইজর’-রাও এই পরিষেবার মাধ্যমে গ্রাহকদের সহজে মিউচুয়াল ফান্ড কেনার সুযোগ করে দিতে পারবেন। তাঁকে যেটা করতে হবে, তা হল, ওই আগ্রহী লগ্নিকারীর প্যান নম্বর ও জন্ম তারিখ সংক্রান্ত তথ্য অনলাইনে দাখিল করা। এগুলি দিলেই তিনি প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। তার পর লগ্নিকারী সম্মতি দিলে এবং প্রিমিয়ামের অর্থ অনলাইনের মাধ্যমে পাঠালে লগ্নি প্রক্রিয়া খুব তাড়াতাড়ি সম্পন্ন হবে। তবে এই ব্যবস্থায় শুধুমাত্র ডিএসপি ব্ল্যাকরক-এর মিউচুয়াল ফান্ডেই লগ্নির সুযোগ মিলবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE