Advertisement
২৫ এপ্রিল ২০২৪

জুনে যাত্রী গাড়ি বিক্রি বাড়ল ঢিমেতালে

জুন মাসটাও খুব একটা ভাল গেল না গাড়ি নির্মাতা সংস্থাগুলির পক্ষে। গত মাসে দেশে মারুতি-সুজুকি এবং হুন্ডাইয়ের যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দশ শতাংশ ছাড়ায়নি। পাশাপাশি, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা এবং টয়োটা কির্লোস্কারের বিক্রি সরাসরি কমেছে। তবে এর মধ্যেই উল্লেখযোগ্য হারে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে টাটা মোটরস এবং হোন্ডা কারস ইন্ডিয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ জুলাই ২০১৫ ১১:২৮
Share: Save:

জুন মাসটাও খুব একটা ভাল গেল না গাড়ি নির্মাতা সংস্থাগুলির পক্ষে। গত মাসে দেশে মারুতি-সুজুকি এবং হুন্ডাইয়ের যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দশ শতাংশ ছাড়ায়নি। পাশাপাশি, মহীন্দ্রা অ্যান্ড মহীন্দ্রা এবং টয়োটা কির্লোস্কারের বিক্রি সরাসরি কমেছে। তবে এর মধ্যেই উল্লেখযোগ্য হারে বিক্রি বাড়াতে সক্ষম হয়েছে টাটা মোটরস এবং হোন্ডা কারস ইন্ডিয়া।

জুন মাসে দেশের বাজারে ১,০২,৬২৬টি গাড়ি বিক্রি করেছে মারুতি-সুজুকি। যা গত বছরের একই সময়ের তুলনায় মাত্র ১.৬% বেশি। দেশের বৃহত্তম এই গাড়ি সংস্থা জানিয়েছে, এই সময়ে তাদের রিৎজ, ডিজায়ার, সুইফট ও এস্টিলোর মতো গাড়ির বিক্রি প্রায় সাড়ে ২৪% বাড়লেও, ছোট গাড়ি অল্টো এবং ওয়াগন-আরের বিক্রি কমেছে প্রায় ২৮%। অন্য দিকে, হুন্ডাইয়ের বিক্রিও মাত্র ৮.৩% বেড়ে হয়েছে ৩৬,৩০০টি। সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রাকেশ শ্রীবাস্তব বলেন, তাদের ছোট গাড়ি বিক্রি বৃদ্ধিতে ইন্ধন জুগিয়েছে। এর সঙ্গেই আগামী দিনে এসইউভি ক্রেটা বাজারে এলে তা আরও বাড়বে বলে তাঁর আশা।

টাটা মোটরসের ক্ষেত্রে অবশ্য দেশে যাত্রী গাড়ি বিক্রি বৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ শতাংশে। সংখ্যার বিচারে তা ১০,২৮১টি। মূলত জেস্ট, বোল্ট এবং জেনএক্স-ন্যানো বিক্রি বাড়াতে সাহায্য করেছে বলে জানিয়েছেন টাটা মোটরস কর্তা ময়াঙ্ক পারিখ। এমনকী ছোট শহরে সংস্থার পুরনো গাড়ি ইন্ডিকা এবং ইন্ডিগো-ও ভাল বিক্রি হয়েছে বলে তাঁর দাবি। তবে এপ্রিলের তুলনায় পরবর্তা মাসগুলিতে সামগ্রিক ভাবে গাড়ি নির্মাতাদের বিক্রি কমা চিন্তায় রেখেছে এই শিল্পকে। বিশেষত বর্ষা নিয়ে চিন্তা এবং সুদ কমার জন্য ক্রেতাদের অপেক্ষা করার বিষয়টি উদ্বেগের বলে দাবি পারিখের। অন্য দিকে, জুনে হোন্ডার বিক্রি ১২.৬৫% বেড়ে হয়েছে ১৮,৩৮০টি।

তবে এর মধ্যেই সময় ভাল যায়নি মহীন্দ্রার। সংস্থার যাত্রী গাড়ি বিক্রি কমেছে ৯%। তবে, আগামী দিনে নতুন গাড়ি আনা এবং অর্থনীতি নিয়ে আশার আলো বিক্রি বাড়াতে সাহায্য করবে বলেই মত প্রকাশ করেছে সংস্থা। প্রায় ১৩% বিক্রি কমেছে টয়োটা কির্লোস্কারেরও। দাঁড়িয়েছে ১০,৪৬৪টিতে। উল্লেখ্য, গত মাসে রক্ষণাবেক্ষণের কাজে বেশ কয়েক দিন কারখানা বন্ধ রেখেছিল সংস্থা।

বাণিজ্যিক গাড়ির মধ্যে বিক্রি ৪১% বাড়িয়েছে অশোক লেল্যান্ড। আর দু’চাকার গাড়ির ক্ষেত্রে বিক্রি ভাল রকম বাড়াতে সক্ষম হয়েছে হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া (প্রায় ৮%), টিভিএস (৮%), রয়্যাল এনফিল্ড (৪৯%) এবং ইয়ামাহা মোটর (২৬%)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE