Advertisement
১৬ এপ্রিল ২০২৪

জুলাইয়ে ফের ফণা তুলল মূল্যবৃদ্ধি

মার্চ থেকে কমার মুখ নিলেও জুলাইয়ে পাইকারি বা সার্বিক মূল্যবৃদ্ধির সরীসৃপ মাথা তোলার মূল কারণ খাদ্য সামগ্রী, বিশেষ করে আনাজপত্রের চড়া দাম। এর আগে মে ও জুনে খাদ্যপণ্যের দাম সরাসরি কমলেও জুলাইয়ে বেড়েছে ২.১৫ শতাংশ হারে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৫ অগস্ট ২০১৭ ০৯:২০
Share: Save:

ফের মাথা তুলল মূল্যবৃদ্ধির হার। আমজনতার অস্বস্তি বাড়িয়ে জুলাই মাসে বাড়ল পাইকারি ও খুচরো বাজারের মূল্যবৃদ্ধি। গত পাঁচ মাসে এই প্রথম বেড়ে পাইকারি মূল্যবৃদ্ধি জুলাইয়ে ছুঁয়েছে ১.৮৮ শতাংশ, যা জুনের ০.৯০ শতাংশের তুলনায় দ্বিগুণেরও বেশি। পাশাপাশি, খুচরো বাজারের দাম বেড়েছে ২.৩৬ শতাংশ হারে, গত চার মাসে এই প্রথম। জুনে তা ছিল ১.৪৬ শতাংশ, যা এ পর্যন্ত সবচেয়ে কম। উল্লেখ্য, পণ্য-পরিষেবা কর বা জিএসটি চালু হয়েছে জুলাইয়ে, যার পরে এই প্রথম মূল্যবৃদ্ধির হিসেব জানাল কেন্দ্রীয় সরকার।

মার্চ থেকে কমার মুখ নিলেও জুলাইয়ে পাইকারি বা সার্বিক মূল্যবৃদ্ধির সরীসৃপ মাথা তোলার মূল কারণ খাদ্য সামগ্রী, বিশেষ করে আনাজপত্রের চড়া দাম। এর আগে মে ও জুনে খাদ্যপণ্যের দাম সরাসরি কমলেও জুলাইয়ে বেড়েছে ২.১৫ শতাংশ হারে।

তরী-তরকারির দাম জুনে কমেছিল ২১.১৬ শতাংশ, জুলাইয়ে এক লাফে বেড়েছে ২১.৯৫ শতাংশ। তবে কল-কারখানায় উৎপাদিত পণ্যের মূল্যবৃদ্ধি জুলাইয়ে দাঁড়িয়েছে ২.১৮ শতাংশ, আগের মাসে ছিল ২.২৭ শতাংশ।

পাশাপাশি, সরকার প্রকাশিত পরিসংখ্যান অনুসারে খুচরো মূল্যবৃদ্ধির হার উপরে ওঠার কারণ মূলত চিনি, কেক-পেস্ট্রি, পান, তামাক ও মাদকদ্রব্যের দাম বেড়ে যাওয়া। এর মধ্যে চিনি ও কেক-পেস্ট্রির দাম বেড়ে গিয়েছে ৮.২৭ শতাংশ। পান, তামাক ও মাদকের দর বেড়েছে ৬.৩৯ শতাংশ।

খাদ্যপণ্যের দাম অবশ্য খুচরো বাজারে কমেছে ০.২৯ শতাংশ। তবে জুনে তা কমেছিল ২.১২ শতাংশ হারে। জুলাইয়ে খুচরো বাজারে খাদ্যপণ্যের মধ্যে ডালের দাম কমেছে ২৪.৭৫ শতাংশ, তরকারি ৩.৫৭ শতাংশ, ডিম ২.০৪ শতাংশ, মশলা ১.৬৭ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Price Rise Price Hike
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE