Advertisement
১৭ এপ্রিল ২০২৪

ইনফাইনাইট অ্যানালিটিক্সে পুঁজি ঢাললেন রতন টাটা

ইনফাইনাইট অ্যানালিটিক্স-এ লগ্নি করলেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। ঠিক যে ভাবে বেশ কিছু দিন ধরেই বিভিন্ন সম্ভাবনাময় কিংবা নতুন সংস্থায় (স্টার্ট আপ) সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তহবিল ঢালছেন তিনি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০১৫ ০২:১৩
Share: Save:

ইনফাইনাইট অ্যানালিটিক্স-এ লগ্নি করলেন টাটা সন্সের চেয়ারম্যান এমেরিটাস রতন টাটা। ঠিক যে ভাবে বেশ কিছু দিন ধরেই বিভিন্ন সম্ভাবনাময় কিংবা নতুন সংস্থায় (স্টার্ট আপ) সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগে তহবিল ঢালছেন তিনি। সেই তালিকায় স্ন্যাপডিল, আর্বান ল্যাডার, ব্লুস্টোন, কার-দেখো, জিয়োমি, ওলার মতো সংস্থার সঙ্গেই এ বার যোগ হল ইনফাইনাইটের নাম। টাটা গোষ্ঠীর প্রাক্তন চেয়ারম্যানের লগ্নির অঙ্ক অবশ্য জানানো হয়নি।

গত ২০১২ সালে পথ চলা শুরু করা ইনফাইনাইট বর্তমানের বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে ভবিষ্যতের পূর্বাভাস দেওয়ার কাজ করে। পরিভাষায় যাকে বলে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স। তাদের গ্রাহক তালিকায় ইতিমধ্যেই ঢুকেছে ফিউচার গ্রুপ, ই-বে, ক্রোমা রিটেল, এনডিটিভি রিটেল, টাটা মার্কেটপ্লেসের মতো সংস্থা। তার উপর টুইটারের চিফ মিডিয়া সায়েনটিস্ট দেব রায় ও ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কর্তা টিম বার্নার্স-লি সংস্থাটির উপদেষ্টা ও লগ্নিকারী হিসেবে রয়েছেন। ফলে এমন এক সম্ভাবনাময় সংস্থায় টাটার এই লগ্নি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সংশ্লিষ্টমহল।

ইনফাইনাইট জানিয়েছে, শুধু টাটা নয়, এই পর্যায় তহবিল সংগৃহীত হয়েছে সিক্সথ সেন্স ভেঞ্চার্সের নিখিল ভোরা-সহ ভারত ও সিলিকন ভ্যালির নতুন বেশ কিছু লগ্নিকারীর কাছ থেকেই। যার সাহায্যে নিজেদের পূর্বাভাসের প্রযুক্তিকে ই-কমার্স ও রিটেল সংস্থার বাইরে আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য তাদের।

প্রসঙ্গত, পথ চলা শুরু করার পর ব্যবসাকে আরও বড় আকার দিতে এর আগে ভারতের পাশাপাশি অস্ট্রেলিয়া, তাইওয়ান, ব্রিটেন ও আমেরিকার বিভিন্ন লগ্নিকারীদের থেকেও তহবিল জোগাড় করেছে সংস্থাটি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE