Advertisement
১৭ এপ্রিল ২০২৪
ঋণনীতি নিয়ে পূর্বাভাস সমীক্ষায়

আগামী মাসেই সুদ কমাতে পারে আরবিআই

আবারও ঋণনীতির আগেই আগামী মাসে আর এক দফা সুদ ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এক দিকে সাধারণ মানুষকে গাড়ি-বাড়ি ঋণের সুদে কিছুটা স্বস্তি দিতে, অন্য দিকে শিল্পে প্রাণ ফেরাতেই আরবিআই গভর্নর রঘুরাম রাজন সুদ কমাতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এই ইঙ্গিত মিলেছে। আগামী ২ জুন ঋণনীতি ফিরে দেখবেন রাজন।

রঘুরাম রাজন। ছবি: রয়টার্স।

রঘুরাম রাজন। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
বেঙ্গালুরু শেষ আপডেট: ২৬ এপ্রিল ২০১৫ ০২:৩৭
Share: Save:

আবারও ঋণনীতির আগেই আগামী মাসে আর এক দফা সুদ ছাঁটাইয়ের পথে হাঁটতে পারে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। এক দিকে সাধারণ মানুষকে গাড়ি-বাড়ি ঋণের সুদে কিছুটা স্বস্তি দিতে, অন্য দিকে শিল্পে প্রাণ ফেরাতেই আরবিআই গভর্নর রঘুরাম রাজন সুদ কমাতে পারেন বলে মনে করছেন অর্থনীতিবিদরা। সংবাদ সংস্থা রয়টার্সের এক সমীক্ষায় এই ইঙ্গিত মিলেছে। আগামী ২ জুন ঋণনীতি ফিরে দেখবেন রাজন।

গত সপ্তাহে করা এই সমীক্ষায় অর্থনীতিবিদরা জানিয়েছেন, মে মাসে আরবিআই রেপো রেট আরও ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৭.২৫ শতাংশে নিয়ে যাবে বলেই তাঁদের ধারণা। উল্লেখ্য, এই হারেই বাণিজ্যিক ব্যাঙ্কগুলি শীর্ষ ব্যাঙ্কের কাছ থেকে স্বল্প মেয়াদে ঋণ নেয়। একই ভাবে গত জানুয়ারি ও মার্চ মাসে ঋণনীতির জন্য অপেক্ষা না-করে অপ্রত্যাশিত ভাবে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট করে কমিয়ে দিয়েছিলেন রঘুরাম রাজন। ১৫ জানুয়ারি সুদ কমানো হয়, যখন তার পরবর্তী ঋণনীতি ছিল ৩ ফেব্রুয়ারি। আবার, কেন্দ্রীয় বাজেটের ঠিক পরে ৪ মার্চ আচমকাই সুদ কমিয়ে কিছুটা স্বস্তি দেন তিনি। সে সময়ে পরবর্তী ঋণনীতি ছিল প্রায় এক মাস পরে, ৭ এপ্রিল। এ বারও মে মাসে রেপো রেট কমানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন গড়ে ৬০ শতাংশ অর্থনীতিবিদ। পাশাপাশি, বছর শেষে আরও একবার রেপো রেট কমিয়ে তা ৭ শতাংশে নামিয়ে আনতে পারে বলে তাঁদের ধারণা।

তাঁরা যুক্তি দিয়েছেন, মূল্যবৃদ্ধির চাপ কমার জেরেই রাজন সম্ভবত এই সিদ্ধান্ত নেবেন। গত জুন মাস থেকে এ পর্যন্ত আন্তর্জাতিক বাজারে অশোধিত তেলের দাম কমেছে ৫০ শতাংশেরও বেশি। এর হাত ধরে বিশ্ব জুড়েই মূল্যবৃদ্ধির হার নিম্নমুখী। মার্চে ভারতে খুচরো বাজারে মূল্যবৃদ্ধির হার নেমে গিয়েছে ৫.১৭ শতাংশে, যা তার আগের তিন মাসের তুলনায় সবচেয়ে কম। রিজার্ভ ব্যাঙ্কের লক্ষ্যমাত্রার চেয়েও এই হার নীচে। উল্লেখ্য, ২০১৬ সালের জানুয়ারির মধ্যে এই হার ৬ শতাংশে নামিয়ে আনাই লক্ষ্য ছিল রিজার্ভ ব্যাঙ্কের। মার্চে আগের সব নজির ভেঙে পাইকারি বাজারেও দাম কমেছে সরাসরি ২.৩৩ শতাংশ হারে। এই নিয়ে নভেম্বর থেকে টানা কমছে পাইকারি বাজারের দাম। সরকারি পরিসংখ্যান অনুসারে গত ন’বছরে এত দ্রুতগতিতে কমেনি এই সার্বিক মূল্যবৃদ্ধি। রঘুরাম রাজন এই পরিস্থিতির সুযোগই নিতে চাইবেন বলে মত বিশেষজ্ঞদের।

ব্রিটেন ভিত্তিক আর্থিক উপদেষ্টা সংস্থা মেপ্‌লক্রফ্ট-এর অর্থনীতিবিদ প্রশান্ত সাওয়ান্ত বলেন, ‘‘ভারতে ঋণে সুদের হার এখনও যথেষ্ট চড়া। মনে হয় মূল্যবৃদ্ধি কমার জেরে সুদ আরও কিছুটা কমিয়ে আনবে রিজার্ভ ব্যাঙ্ক।’’ রেলিগেয়ার ক্যাপিটাল-এর অর্থনীতিবিদ প্রেমা সিংভি-ও একই সুরে বলেন, ‘‘এর আগেও ঋণনীতির জন্য অপেক্ষা না-করে সুদ ছাঁটাই করেছেন রাজন। এ বারও সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।’’ বিএনপি পারিবাস-এর এশীয় অঞ্চলের প্রধান অর্থনীতিবিদ রিচার্ড লে মনে করছেন, ‘‘বিশ্ব বাজারে তেলের দাম কমায় যথেষ্ট উপকৃত হয়েছে ভারত। এক ধাক্কায় অনেকটা কমেছে তার মূল্যবৃদ্ধির হার।’’

মূল্যবৃদ্ধি নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে চালানো সমীক্ষা অনুসারে ২০১৫-’১৬ সালের গড় মূল্যবৃদ্ধি নেমে আসতে পারে ৫.৪ শতাংশে। এই হার বেশ কম হলেও তা চিনের তুলনায় বেশি বলে সতর্ক করেছে সমীক্ষা। তবে বৃদ্ধি তা সত্ত্বেও এই আর্থিক বছরে ৭.৮ শতাংশ ছোঁবে বলে আশা অর্থনীতিবিদদের। চিনের জন্য এই পূর্বাভাস ৬.৮ শতাংশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE