Advertisement
২৫ এপ্রিল ২০২৪
denomination notes

বাজারে আসছে নতুন ১০ টাকার নোট, জেনে নিন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য

৫০০-র পর এবার ১০। ভোল বদলাচ্ছে এই খুচরো নোটও। মঙ্গলবার রিজার্ভ ব্যাঙ্কের তরফে এই খবর জানানো হয়েছে। গত মাসে অর্থ বিষয়ক সচিব শক্তিকান্ত দাস স্পষ্ট জানিয়েছিলেন, তুলে নেওয়া হাজার টাকার নোটকে নতুন ভাবে নিয়ে আসার কোনও পরিকল্পনা নেই কেন্দ্রের।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১০ মার্চ ২০১৭ ১২:১৪
Share: Save:
০১ ০৬
এই ব্যাঙ্কনোট আসবে মহাত্মা গাঁধী সিরিজ ২০০৫-এ। প্রতি নোটই এই ধরনের সিরিজ অনুযায়ী হয়। বিশেষ নিরাপত্তা থাকবে এই নোটে , সূত্রের খবর।

এই ব্যাঙ্কনোট আসবে মহাত্মা গাঁধী সিরিজ ২০০৫-এ। প্রতি নোটই এই ধরনের সিরিজ অনুযায়ী হয়। বিশেষ নিরাপত্তা থাকবে এই নোটে , সূত্রের খবর।

০২ ০৬
দশ টাকার নোটে নম্বর প্লেটের ইনসেটে দুই জায়গায় ইংরেজি হরফে এল (ইনসেট লেটার) থাকবে। ইনসেটে এল যুক্ত নোট সাধারণত শালবনি থেকে ছেপে বের হয়।

দশ টাকার নোটে নম্বর প্লেটের ইনসেটে দুই জায়গায় ইংরেজি হরফে এল (ইনসেট লেটার) থাকবে। ইনসেটে এল যুক্ত নোট সাধারণত শালবনি থেকে ছেপে বের হয়।

০৩ ০৬
নতুন নোটে বর্তমান গভর্নর উর্জিত পটেলের সই থাকবে।

নতুন নোটে বর্তমান গভর্নর উর্জিত পটেলের সই থাকবে।

০৪ ০৬
নোটে যে নম্বর থাকে এ বারে তা বাঁ দিক থেকে বড় থেকে ছোট সাইজে লেটার থাকবে।

নোটে যে নম্বর থাকে এ বারে তা বাঁ দিক থেকে বড় থেকে ছোট সাইজে লেটার থাকবে।

০৫ ০৬
এই নম্বর প্লেটে প্রথম তিনটি আলফা-নিউমেরিক নম্বর এক মাপের হবে।

এই নম্বর প্লেটে প্রথম তিনটি আলফা-নিউমেরিক নম্বর এক মাপের হবে।

০৬ ০৬
রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, নতুন দশ টাকার নোটের পাশাপাশি বাজারে পুরনো নোটও চলবে।

রিজার্ভ ব্যাঙ্ক সূত্রের খবর, নতুন দশ টাকার নোটের পাশাপাশি বাজারে পুরনো নোটও চলবে।

Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE