Advertisement
২৫ এপ্রিল ২০২৪

রিলায়্যান্স সিমেন্ট হাতে নিতে আইনি জট কাটল বিড়লা কর্পের

বিড়লা কর্পোরেশনের রিলায়্যান্স সিমেন্ট অধিগ্রহণ আটকাতে বিড়লা গোষ্ঠীর একাংশের করা আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে অনিল অম্বানীর সংস্থাটি হাতে নিতে অবশেষে বিড়লা কর্পের আইনি জট কাটল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২০ মে ২০১৬ ০১:৫৩
Share: Save:

বিড়লা কর্পোরেশনের রিলায়্যান্স সিমেন্ট অধিগ্রহণ আটকাতে বিড়লা গোষ্ঠীর একাংশের করা আর্জি বৃহস্পতিবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। ফলে অনিল অম্বানীর সংস্থাটি হাতে নিতে অবশেষে বিড়লা কর্পের আইনি জট কাটল।

গত ফেব্রুয়ারিতে রিলায়্যান্স ইনফ্রাস্ট্রাকচারের সিমেন্ট ব্যবসার পুরোটাই কেনার কথা জানিয়েছিল বিড়লা কর্প। সম্প্রতি সেই অধিগ্রহণকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে অভিযোগ দায়ের করেন বিড়লা গোষ্ঠীর কিছু সদস্য। হর্ষ লোঢার এমপি বিড়লা গোষ্ঠী পরিচালিত বিড়লা কর্পোরেশনের বিরুদ্ধে তাঁদের অভিযোগ ছিল, ওই সিমেন্ট সংস্থাকে বিড়লা কর্প কিনেছে পরিবার কিংবা আদালতের অনুমতি না-নিয়ে। বিড়লা কর্পের আইনি উপদেষ্টা হিসেবে সলিসিটর সংস্থা ফক্স অ্যান্ড মণ্ডলের পক্ষ থেকে দেবাঞ্জন মণ্ডল বলেন, তাঁদের সেই অভিযোগই এ দিন খারিজ করে দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Reliance cement Birla corporation
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE