Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Business News

কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ওয়াইফাই দেবে জিও!

এ বার থেকে কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রিলায়্যান্স জিও। এই পরিষেবার আওতায় আনা হবে দেশের প্রায় ৩৮ হাজার কলেজকে। সম্প্রতি এই প্রোজেক্ট শুরু করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরে একটি প্রস্তাব পেশ করা হয়েছে জিও-র তরফে।

প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ১৫:৫৪
Share: Save:

ম্যাজিশিয়ানের ঝুলিতে যেন অফুরন্ত ভাণ্ডার। বাজারে আসার পর থেকেই একের পর এক নিত্য নতুন অফারের পসরা সাজিয়ে বসেছে রিলায়্যান্স জিও। কিছু দিন আগেই বিনামূল্যের ফোন আনার খবরে নাড়িয়ে দিয়েছিল টেলিকম দুনিয়া। এ বার ফের নয়া পরিষেবার কথা ঘোষণা করল জিও।

এ বার থেকে কলেজ পড়ুয়াদের বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা দেবে রিলায়্যান্স জিও। এই পরিষেবার আওতায় আনা হবে দেশের প্রায় ৩৮ হাজার কলেজকে। সম্প্রতি এই প্রোজেক্ট শুরু করার অনুমতি চেয়ে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দফতরে একটি প্রস্তাব পেশ করা হয়েছে জিও-র তরফে।

সংস্থা সূত্রে খবর, এই প্রকল্প সফল ভাবে শুরু হলে সারা দেশের প্রায় ৩ কোটি ছাত্রছাত্রী উপকৃত হবে। বিনামূল্যে ওয়াইফাই পরিষেবা পেলে তাঁদের গবেষণা ও পড়াশোনার কাজেও উন্নতি হবে।

সরকারের তরফে জানানো হয়েছে, এই প্রথম কোনও বেসরকারি টেলিকম সংস্থা, সরকারের কাছে এই ধরনের প্রস্তাব রেখেছে। তবে, সম্পূর্ণ প্রক্রিয়াটি স্বচ্ছ রাখতে টেন্ডার ডাকার কথাও চিন্তা-ভাবনা করে দেখছে মানবসম্পদ মন্ত্রক।

সব কিছু ঠিকঠাক থাকলে এ মাসের শেষেই শুরু হতে পারে এই পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE