Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শিল্প বৃদ্ধি ৭.১%, স্বস্তি খুচরো দরেও

সোমবার প্রকাশিত শিল্প বৃদ্ধি ও খুচরো মূল্যবৃদ্ধির জোড়া পরিসংখ্যান থেকে সেটাই মত অনেক বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদের।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০১৮ ০১:৩৫
Share: Save:

অর্থনীতির আকাশে কিছুটা মেঘ কাটার ইঙ্গিত।

সোমবার প্রকাশিত শিল্প বৃদ্ধি ও খুচরো মূল্যবৃদ্ধির জোড়া পরিসংখ্যান থেকে সেটাই মত অনেক বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদের। কল-কারখানার উৎপাদন এক ধাক্কায় ৮.৪% হারে বাড়ার হাত ধরে ডিসেম্বরে শিল্প বৃদ্ধি ছুঁয়েছে ৭.১%। সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিসের পরিসংখ্যান অনুযায়ী গত ২০১৬-র ডিসেম্বরে তা ছিল ২.৪%। তবে ২০১৭-র নভেম্বরের হার অনেকটা বেশি ৮.৮% (সংশোধিত)। পাশাপাশি, আনাজ ও ফলের দাম কমায় জানুয়ারিতে খুচরো বাজারের মূল্যবৃদ্ধি কমে হয়েছে ৫.০৭%। গত বছরের জানুয়ারিতে কিন্তু তা ছিল ৩.১৭%। তবে ডিসেম্বরের হার ১৭ মাসের মধ্যে সবচেয়ে বেশি, ৫.২১%।

এই পরিস্থিতিতে শিল্পমন্ত্রী সুরেশ প্রভুর টুইট, ‘‘মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ফল মিলেছে। তার জেরেই কল-কারখানার উৎপাদন এতটা বাড়ায় শিল্প বৃদ্ধির হাল ফিরেছে ডিসেম্বরে।’’ শিল্প বৃদ্ধি হিসেবে কল-কারখানার উৎপাদনের গুরুত্ব ৭৭.৬৩%। পরিসংখ্যান অনুযায়ী, অর্থনীতির আর এক রুপোলি রেখা মূলধনী পণ্যের উৎপাদন ডিসেম্বরে ১৬.৪% বাড়া। এক বছর আগে তা কমেছিল ৬.২%। মূলধনী পণ্য উৎপাদনের হাল ফেরাটা লগ্নি বাড়ারই লক্ষণ বলে মনে করছেন বিশেষজ্ঞরাও। পাশাপাশি, গত মাসে খাদ্যপণ্যের খুচরো দাম বেড়েছে ৪.৭%। ডিসেম্বরে যা ছিল ৪.৯৬%।

আরও পড়ুন: ধার শোধে এখনও সেই হিমশিম শিল্প

তবে খুচরো মূল্যবৃদ্ধি জানুয়ারিতে ৫.০৭% থাকাটা উদ্বেগের বলেই মত বিশেষজ্ঞদের একাংশের। কারণ, মাঝারি মেয়াদে রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ৪ শতাংশের লক্ষ্যমাত্রার চেয়ে এখনও তা উঁচুতে। এ নিয়ে পরপর তিন মাস তা রইল ৪ শতাংশের উপরেই। শিল্প মহলের অবশ্য মত, বিশ্বের কিছু অংশে রাজনৈতিক অনিশ্চয়তা, বাণিজ্যে রক্ষণশীল মনোভাব মাথাচাড়া দেওয়ায় ভারতের অর্থনীতির ঝুঁকি এখনও কাটেনি। মূলধনী পণ্যের উৎপাদন বৃদ্ধি ১০% ছাড়ালেও তা লগ্নি বাড়ারই ইঙ্গিত কি না, তা বলবে সময়ই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE