Advertisement
২৬ এপ্রিল ২০২৪
State bank of India

এসবিআইয়ের গাড়ি, বাড়ি ঋণে কমতে পারে সুদের হার

সোমবারই ৩০ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলেও এসবিআইয়ের তরফে জানানো হয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ২১:২৯
Share: Save:

বছরের প্রথম দিন গ্রাহকদের জন্য কিছুটা সুখবর দিল ভারতীয় স্টেট ব্যাঙ্ক (এসবিআই)। ব্যাঙ্কের বর্তমান গ্রাহকদের ক্ষেত্রে ঋণের হার ৩০ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিল এসবিআই। ৮.৯৫ শতাংশ বেস রেট থেকে কমিয়ে ৮.৬৫ করল দেশের সব থেকে বড় রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক। এর ফলে উপকৃত হবেন প্রায় ৮০ লক্ষ গ্রাহক।

বেসিস পয়েন্ট হল, গ্রাহকদের দেওয়া ঋণে ন্যুনতম সুদের হার। এর থেকে কম হারে ব্যাঙ্ক ঋণ দিতে পারে না। বেসিস পয়েন্ট কমায় ঋণের ক্ষেত্রে সুদ কমতে পারে বলে আশা করা হচ্ছে। সে জন্যই গাড়ি-বাড়ি ঋণের পাশাপাশি ব্যক্তিগত ঋণের ক্ষেত্রেও সুদের হার কমতে পারে।

সোমবারই ৩০ বেসিস পয়েন্ট কমানোর কথা ঘোষণা করেছে স্টেট ব্যাঙ্ক। যা ১ জানুয়ারি থেকে কার্যকর হয়েছে বলেও এসবিআইয়ের তরফে জানানো হয়েছে।

আরও পড়ুন: ফের বর্ষবরণের রাতে গণশ্লীলতাহানি বেঙ্গালুরুতে!

এর আগে গত সেপ্টেম্বরে এক বার বেসিস পয়েন্ট কমিয়েছিল স্টেট ব্যাঙ্ক। সেই সময় ৯ শতাংশ থেকে কমে তা হয়েছিল ৮.৯৫। কিছু দিনের মধ্যে সেই পথে হেঁটে বেসিস পয়েন্ট কমিয়েছিল ব্যাঙ্ক অব বরোদা এবং অন্ধ্র ব্যাঙ্কও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE