Advertisement
২৫ এপ্রিল ২০২৪

১০০ কোটি ডলারের ইস্যু সাত বছর পরে

এসবিআই লাইফের প্রথম শেয়ার ছাড়ার জন্য মূল্যবন্ধনী স্থির করা হয়েছে ৬৮৫-৭০০ টাকা। প্রতি শেয়ারের মূল দাম ১০ টাকা। ইস্যু বন্ধ হবে ২২ সেপ্টেম্বর।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০১৭ ০৩:০৮
Share: Save:

কোল ইন্ডিয়ার পরে এই প্রথম বাজারে আসতে চলেছে ১০০ কোটি ডলারের (প্রায় ৬,৫০০ কোটি টাকা) বেশি অর্থমূল্যের শেয়ার। ২০ সেপ্টেম্বর বাজারে প্রথম শেয়ার ছাড়বে এসবিআই লাইফ ইনশিওরেন্স। যার হাত ধরে ৮,৪০০ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা নিয়েছে জীবনবিমা সংস্থাটি। প্রক্রিয়া সম্পূর্ণ হলে তা হবে দেশের অন্যতম বড় শেয়ার ইস্যু। এর আগে শেষ বার ২০১০ সালে প্রথম শেয়ার ছেড়ে ১০০ কোটি ডলারের বেশি তুলেছিল রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া।

এসবিআই লাইফের প্রথম শেয়ার ছাড়ার জন্য মূল্যবন্ধনী স্থির করা হয়েছে ৬৮৫-৭০০ টাকা। প্রতি শেয়ারের মূল দাম ১০ টাকা। ইস্যু বন্ধ হবে ২২ সেপ্টেম্বর। এসবিআই লাইফ দেশের দ্বিতীয় জীবনবিমা সংস্থা, যা শেয়ার ছাড়বে। এর আগে এই পথে হেঁটেছে আইসিআইসিআই-প্রুডেন্সিয়াল লাইফ।

সংস্থার প্রোমোটার স্টেট ব্যাঙ্ক ৮ কোটি এবং বিএনবি পরিবাস কার্ডিফ ৪ কোটি শেয়ার বিক্রি করবে। বুধবার স্টেট ব্যাঙ্ক কর্ণধার অরুন্ধতী ভট্টাচার্য জানান, ইস্যু থেকে তোলা টাকার পুরোটাই প্রোমোটারদের হাতে যাবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arundhati Bhattacharya SBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE