Advertisement
১৯ এপ্রিল ২০২৪

বন্ড বাজার চাঙ্গার পক্ষে সওয়াল সেবি চেয়ারম্যানের

দেশের মূলধনী বাজার চাঙ্গা করতে বন্ডের বাজারকে উন্নত করা জরুরি বলে মন্তব্য করেছেন সেবির নতুন চেয়ারম্যান অজয় ত্যাগী।সম্প্রতি দিল্লিতে মূলধনী বাজার এবং সুষ্ঠু ভাবে সংস্থা পরিচালনা নিয়ে সিআইআই আয়োজিত এক আলোচনাসভায় ত্যাগী বলেন, দেশের মূলধনী বাজারে গতি এসেছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৭ ০২:৫৩
Share: Save:

দেশের মূলধনী বাজার চাঙ্গা করতে বন্ডের বাজারকে উন্নত করা জরুরি বলে মন্তব্য করেছেন সেবির নতুন চেয়ারম্যান অজয় ত্যাগী। সম্প্রতি দিল্লিতে মূলধনী বাজার এবং সুষ্ঠু ভাবে সংস্থা পরিচালনা নিয়ে সিআইআই আয়োজিত এক আলোচনাসভায় ত্যাগী বলেন, ‘‘দেশের মূলধনী বাজারে গতি এসেছে। কিন্তু ঋণপত্রের (বন্ড) বাজার তার সঙ্গে সমান ভাবে তাল মেলাতে পারছে না।’’

মূলধন সংগ্রহের ক্ষেত্রে সব সময় ব্যাঙ্কের দরজায় হাজির না হয়ে যাতে বন্ডের মাধ্যমে উদ্যোগপতিরা তা সংগ্রহ করতে পারেন, তার রাস্তাও প্রশস্ত করার উপর জোর দেন সেবির চেয়ারম্যান। ত্যাগীর দাবি, দেশে মূলধনী বাজারে যে গতি এসেছে, তা হঠাৎ হয়নি এবং সাময়িক নয়। কেন্দ্রের কিছু সংস্কার ও নোট বাতিল সংক্রান্ত সিদ্ধান্তের সুফল হিসাবে আর্থিক ব্যবস্থার ভিত মজবুত হওয়াতেই এটা সম্ভব হয়েছে। তিনি মনে করেন, এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে মূলধনী বাজারে লগ্নি করতে উৎসাহ দেওয়া জরুরি। আর এই ব্যাপারে মিউচুয়াল ফান্ডগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SEBI Bond Market Debt Market Ajay Tyagi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE