Advertisement
২০ এপ্রিল ২০২৪
গডফ্রে ফিলিপস পড়ল ১৭.৫৪%

ফের ২৬ হাজার ছাড়াল সেনসেক্স

বিশ্ব বাজার চাঙ্গা থাকার জেরে এবং অশোধিত তেলের দাম কিছুটা বাড়ায় ফের ২৬ হাজার টপকে গেল সেনসেক্স। মঙ্গলবার বাজার বন্ধের সময়ে তা ৩২৮ পয়েন্ট বেড়ে থামে ২৬,০০৭ অঙ্কে, যা গত চার মাসে সবচেয়ে বেশি।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৬ ০২:৫৯
Share: Save:

বিশ্ব বাজার চাঙ্গা থাকার জেরে এবং অশোধিত তেলের দাম কিছুটা বাড়ায় ফের ২৬ হাজার টপকে গেল সেনসেক্স। মঙ্গলবার বাজার বন্ধের সময়ে তা ৩২৮ পয়েন্ট বেড়ে থামে ২৬,০০৭ অঙ্কে, যা গত চার মাসে সবচেয়ে বেশি। গত দু’দিনের লেনদেনে সেনসেক্স পড়েছিল ২০১ পয়েন্ট। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফ্‌টিও ১০৭.৬০ পয়েন্ট বেড়ে বন্ধ হয় ৭৯৬২.৬৫ অঙ্কে। এ দিন ডলারে টাকার দামও ১০ পয়সা বাড়ায় দিনের শেষে প্রতি ডলারের দর দাঁড়ায় ৬৬.৫২ টাকা।

সেনসেক্সের অন্তর্গত ৩০টি শেয়ারের মধ্যে ২৮টির দর এ দিন বাড়লেও পড়ে যায় সিগারেট প্রস্তরকারক সংস্তাগুলির শেয়ার দর। তামাকজাত দ্রব্য তৈরির ক্ষেত্রে বিদেশি লগ্নি পুরোপুরি নিষিদ্ধ হতে পারে, সোমবার কেন্দ্র এই ইঙ্গিত দেওয়ার প্রভাবই আজ পড়ে বাজারে। গডফ্রে ফিলিপসের দাম (মার্লবোরো ব্র্যান্ডের সিগারেট প্রস্তুতকারক) পড়ে যায় এক ধাক্কায় ১৭.৫৪ শতাংশ। সিগারেট ও তামাকজাত পণ্য উৎপাদনে বিদেশি লগ্নি ইতিমধ্যেই নিষিদ্ধ। এ বার কারিগরি সহায়তা, লাইসেন্স বা চুক্তির মাধ্যমে বিদেশি ব্র্যান্ড বিক্রিতেও তা নিষিদ্ধ হতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex Share Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE