Advertisement
২৫ এপ্রিল ২০২৪

৩০ হাজার পেরিয়ে নজির সেনসেক্সের

উৎসব: সেনসেক্স ৩০ হাজার ছাড়ানোর খুশিতে ৩০ কেজির কেক। বুধবার বিএসই-তে সেই কেক কেটেই পালিত হল দিনটি। ছবি: পিটিআই।

উৎসব: সেনসেক্স ৩০ হাজার ছাড়ানোর খুশিতে ৩০ কেজির কেক। বুধবার বিএসই-তে সেই কেক কেটেই পালিত হল দিনটি। ছবি: পিটিআই।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ২৭ এপ্রিল ২০১৭ ০৩:০৮
Share: Save:

এর আগে ৩০ হাজারের কাছাকাছি গিয়েছে সেনসেক্স। একবার ৩০ হাজার ছুঁয়ে নেমেও এসেছে। কিন্তু বুধবার শেয়ার বাজারে ঢালাও লগ্নি ও বিশ্ব জুড়ে সূচকের উত্থানের দৌলতে এই প্রথম ৩০ হাজার পেরিয়ে দৌড় শেষ করল বিএসই-র সূচক। যার অপেক্ষায় হা-পিত্যেশ করে বসেছিলেন লগ্নিকারীরা।

এ দিন সেনসেক্স উঠেছে ১৯০.১১ পয়েন্ট। ৩০,১৩৩.৩৫ অঙ্কে থেমে ঘাঁটি গেড়েছে নতুন শিখরে। শিরোপা উঠেছে এনএসই-র সূচক নিফ্‌টির মাথাতেও। ৪৫.২৫ পয়েন্ট এগিয়ে তার দিন শেষ হয়েছে ৯,৩৫১.৮৫ অঙ্কে। যা সর্বকালীন রেকর্ড।

দিনটা একই রকম পয়মন্ত ছিল মুদ্রা বাজারের জন্য। শেয়ার বাজারের সঙ্গে তাল মিলিয়েই বুধবার ডলারে ১৫ পয়সা ওঠে টাকার দাম। এক ডলার দাঁড়ায় ৬৪.১১ টাকা। ২১ মাসের সর্বোচ্চ অঙ্ক ছোঁয় টাকা। এর আগে ২০১৫ সালের ১০ অগস্ট ডলার স্পর্শ করেছিল ৬৩.৮৭ টাকা।

বিশেষজ্ঞরা বলছেন, এ দিন সূচকের উত্থানের কারণ মূলত দু’টি: • লগ্নিকারীদের শেয়ার কেনার ঝোঁক। যার পেছনে হাত রয়েছে দিল্লি পুরভোটের ফলাফলের। যেখানে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। বাজারের একাংশের দাবি, এতে কেন্দ্রীয় সরকারের পায়ের তলার জমি আরও পোক্ত হল মনে করেই আশ্বস্ত লগ্নিকারীরা।

• এশিয়া, আমেরিকা, ইউরোপ— সর্বত্র বেশির ভাগ শেয়ার বাজারের ঊর্ধ্বমুখী গতি। যার কারণ, মার্কিন মুলুকের আর্থিক বৃদ্ধি ভাল হওয়ার সম্ভাবনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার কর্মসূচি ঘিরে আশা। ইউরো-অঞ্চলের রাজনৈতিক ঝুঁকির কিছুটা মাথা নোয়ানো। ফরাসি প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ফলাফলে এমানুয়েল ম্যাক্রনের জয়।

এ দিন বাজার বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত কারণে বিদেশি লগ্নি সংস্থাগুলিও ভারতে শেয়ার কিনছে। গত কাল তা ছিল নিট ১৭৮.৮২ কোটি টাকা। যদিও বাজার এখন এদের উপর পুরো নির্ভরশীল নয়। কারণ দেশীয় লগ্নিকারী সংস্থাগুলি আর এক কাঠি উপরে উঠে শেয়ার কিনেছে ৯৯৮.২৬ কোটি টাকার শেয়ার।

এর আগে গত ২০১৫-র ৪ মার্চ প্রথম বার ৩০,০২৪.৭৪ অঙ্ক ছুঁয়েছিল সেনসেক্স। এর পরে গত ৫ এপ্রিল নতুন শিখরে পা রাখে (২৯,৯৭৪.২৪)। বুধবার এক সময়ে সূচকটি অবশ্য ছুঁয়ে ফেলেছিল ৩০,১৬৭.০৯ অঙ্ক। এ বার শুরু হল সেই নজির ভাঙার অপেক্ষাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SENSEX
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE