Advertisement
২৫ এপ্রিল ২০২৪

চার পায়ে ভর করে চাঙ্গা সূচক

ডেরিভেটিভ চুক্তির আওতায় আগাম শেয়ার কিনে রাখা। মূলত এই ‘চার পায়ে ভর করে’ই কিছুটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল শেয়ার বাজার।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০১৮ ০৩:২২
Share: Save:

কিছুটা ঝুঁকে পড়া বাজারে তুলনায় কম দামে ভাল শেয়ার কেনার ঝোঁক। এশিয়ার অন্যান্য দেশের বাজারগুলিতে চাঙ্গা ভাব। দেশীয় আর্থিক লগ্নি সংস্থাগুলির নাগাড়ে টাকা ঢেলে যাওয়া।

ডেরিভেটিভ চুক্তির আওতায় আগাম শেয়ার কিনে রাখা। মূলত এই ‘চার পায়ে ভর করে’ই কিছুটা গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়াল শেয়ার বাজার। শুক্রবার সেনসেক্স ৩২৩ পয়েন্ট উঠে ফের ঢুকে পড়ল ৩৪ হাজারের ঘরে। দিনের শেষে তার দৌড় থামল ৩৪,১৪২ অঙ্কে। ১০৮ পয়েন্ট উঠে ১০,৪৯১ অঙ্কে পৌঁছল নিফ্‌টিও। সব মিলিয়ে, চলতি মাসে এ পর্যন্ত সবচেয়ে ভাল সপ্তাহ কাটল শেয়ার বাজারের।

তবে এখনও একে পুরোদস্তুর ঘুরে দাঁড়ানো হিসেবে দেখতে নারাজ অনেক বিশেষজ্ঞই। যেমন, জেরোধা স্টক ব্রোকিংয়ের ভাইস প্রেসিডেন্ট কার্তিক রঙ্গাপ্পা বলেন, ‘‘এ দিন সূচক উঠেছে মূলত পড়তি বাজারে তুলনায় কম দরে শেয়ার কিনতে আগ্রহের কারণে। তবে এখনই একে ঘুরে দাঁড়ানোর তকমা দেওয়া শক্ত।’’ আগামী দিনে তাই বাজারের আরও কিছুটা পতনের সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না তিনি।

তবে বাজারের এই উত্থানের দিনেও নীরব মোদী কেলেঙ্কারির প্রভাব সেখানে স্পষ্ট। এই কাণ্ডে নাম উঠে আসা গীতাঞ্জলি জেমসের শেয়ার দর গত ৮ দিনে পড়েছে ৬০.৫ শতাংশ। অর্থাৎ, ওই কেলেঙ্কারি সামনে আসার পরে বাজার থেকে মুছে গিয়েছে তাদের শেয়ারহোল্ডারদের প্রায় ৪৫০ কোটি টাকার সম্পদ। পতন অব্যাহত পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ার দরেও। এ দিন তা ফের পড়েছে এক শতাংশ মতো।

উঠল টাকাও: বাজারকে কিছুটা চাঙ্গা দেখানোর দিনে মুখ তুলেছে টাকাও। সুদ বাড়ানো নিয়ে তাড়াহুড়ো করবে না মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ— মূলত এই সম্ভাবনায় এ দিন ডলারের সাপেক্ষে এক লাফে ৩১ পয়সা বেড়েছে টাকার দাম। দিনের শেষে মার্কিন মুদ্রাটির দাম দাঁড়িয়েছে ৬৪.৭৩ টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Share Market Share Index Sensex
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE