Advertisement
২৪ এপ্রিল ২০২৪

ঢিমেতালে পরিকাঠামোর ৩২২টি প্রকল্প

কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের এক রিপোর্টে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, পরিকাঠামো তৈরিতে এ ধরনের মোট প্রকল্পের সংখ্যা ১২৩১টি, যেগুলির মোট খরচ ১৫,৫৯,৫৭১.০৬ কোটি টাকা।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৭ ০৮:৫০
Share: Save:

সময় মেনে এগোচ্ছে না সারা দেশে বেশ কিছু পরিকাঠামো প্রকল্প। আর, ৩২২টি এমন প্রকল্পের জেরে ২০১৭-র মার্চ পর্যন্ত হিসেবে খরচের বহর বেড়েছে ১.৭১ লক্ষ কোটি টাকা। সরকারি সূত্রে এই হিসেব দিয়ে জানানো হয়েছে, প্রতিটি প্রকল্পেই খরচ ধরা হয়েছিল ১৫০ কোটি টাকা বা তারও বেশি।

কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি রূপায়ণ মন্ত্রকের এক রিপোর্টে বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, পরিকাঠামো তৈরিতে এ ধরনের মোট প্রকল্পের সংখ্যা ১২৩১টি, যেগুলির মোট খরচ ১৫,৫৯,৫৭১.০৬ কোটি টাকা। কিন্তু সংশ্লিষ্ট মন্ত্রকের ইঙ্গিত, বাস্তবে রাস্তা, সেতু তৈরি, বিদ্যুৎ প্রকল্প ইত্যাদি ক্ষেত্রে ছড়িয়ে থাকা ৩২২টি প্রকল্পের খরচ দাঁড়াবে ১৭,৩১,১৬২.৪৭ কোটি টাকা। ফলে গুনতে হবে বাড়তি ১,৭১,৫৯১.৪১ কোটি টাকা, যা মূল খরচের ১১ শতাংশ।

রিপোর্ট অনুযায়ী ৩১১টি প্রকল্প রূপায়ণে ইতিমধ্যেই দেরি হয়েছে ছ’মাসের বেশি। আর, ২৩১টিতে খরচের বহর বেড়েছে ১০০ কোটি টাকার বেশি। পাশাপাশি, রূপায়ণে অসুবিধা হচ্ছে, এমন ৩২৭টি প্রকল্পের মধ্যে ৬৩টিতে সাধারণ ভাবে দেরি হয়েছে ১ থেকে ১২ মাস। ৬৭টির ক্ষেত্রে তা ১৩ থেকে ২৪ মাস। ১১৯টির জন্য তা ২৫ থেকে ৬০ মাস এবং ৭৮টি প্রকল্প পিছিয়ে গিয়েছে ৬১ মাস কিংবা তারও বেশি।

খরচের দিক থেকে দেখলে পরিকাঠামো প্রকল্পগুলিতে মার্চ পর্যন্ত মোট ব্যয় ছুঁয়েছে ৭,৪৬,৪৮০.৯৪ কোটি টাকা, যা নির্ধারিত খরচের ৪৩ শতাংশের বেশি। আবার, ১৫৬টি প্রকল্পের খরচ ছাড়িয়েছে অনুমোদিত সীমা। ৮৭৫টি প্রকল্পের মূল কাঠামোই এখনও তৈরি হয়নি।

এই ঢিলেমির জন্য বেশ কিছু কারণও চিহ্নিত করেছে তারা। যেমন, পুনর্বাসন ইত্যাদির জন্য প্রকল্পের জমি অধিগ্রহণে দেরি। বনাঞ্চলে প্রকল্প গড়তে গিয়ে পরিবেশ বিধির জটে থমকে যাচ্ছে অনেক প্রকল্প। এ ছাড়া যন্ত্রপাতি সরবরাহে দেরি, মাওবাদী ও অন্যান্য জঙ্গি আন্দোলনের জেরে সমস্যা তো রয়েইছে বলে উল্লেখ করেছে ওই সরকারি রিপোর্ট।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE