Advertisement
১৯ মার্চ ২০২৪

নামল শেয়ার বাজারও

এ দিন পতনের অন্যতম একটি কারণ ছিল বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়া। ব্রেন্ট ক্রুডের দাম এ দিন বেড়ে ব্যারেল প্রতি ৬৫ ডলার ছাড়িয়েছে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৭ ০২:৩১
Share: Save:

মাত্র তিন দিনেই সেনসেক্স উঠেছিল ৮৫৮ পয়েন্ট। কিন্তু অর্থনীতি নিয়ে জোড়া দুশ্চিন্তার ধাক্কায় চতুর্থ লেনদেনে তা শক্তি হারাল। মঙ্গলবার এক ধাক্কায় সূচকটি পড়ে গেল ২২৭.৮০ পয়েন্ট। দাঁড়াল ৩৩,২২৭.৯৯ অঙ্কে। নিফ্‌টিও ৮২.১০ পয়েন্ট নেমে থিতু হয়েছে ১০,২৪০.১৫ অঙ্ক।

বুধবার বাজার আরও পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। কারণ, মঙ্গলবার লেনদেন শেষ হওয়ার পরে জানা গিয়েছে নভেম্বরে আরও মাথা তুলে ৫ শতাংশের কাছাকাছি পৌঁছে গিয়েছে মূল্যবৃদ্ধির হার এবং অক্টোবরে আরও তলানিতে নেমেছে দেশের শিল্পোৎপাদন।

এ দিন পতনের অন্যতম একটি কারণ ছিল বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বাড়া। ব্রেন্ট ক্রুডের দাম এ দিন বেড়ে ব্যারেল প্রতি ৬৫ ডলার ছাড়িয়েছে। ২০১৫ সালের পরে সবচেয়ে বেশি। এতে যে আশঙ্কা দেখা দিয়েছে লগ্নিকারীদের মনে তা হল, এমনিতেই ভারতে রফতানি কমেছে। তার উপর তেলের দাম বাড়ায় দেশের আমদানি খাতে খরচ আরও বাড়বে। যার বিরূপ প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে দেশের বাণিজ্য ঘাটতিতে।

বিশেষজ্ঞ অজিত দে বলেন, ‘‘বাজার এখন অনিশ্চয়তার মধ্য দিয়ে চলছে। সাধারণ লগ্নিকারীদের আপাতত বিনিয়োগ থেকে হাত গুটিয়ে রাখাই উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sensex Nifty Down Share market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE