Advertisement
১৯ এপ্রিল ২০২৪

রাজ্যে লগ্নি করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া

রাজ্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব-ভারতে লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখতে চায় দক্ষিণ কোরিয়া। সেই লক্ষ্যেই এই দফতর। ভারতে পঞ্চম। বাকিগুলি দিল্লি, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১২ ডিসেম্বর ২০১৭ ০৩:২২
Share: Save:

পশ্চিমবঙ্গে বিনিয়োগে আগ্রহী দক্ষিণ কোরিয়া। বিশেষত ছোট-মাঝারি শিল্পে। সোমবার কলকাতায় কোরিয়া ট্রেড ইনভেস্টমেন্ট প্রোমোশন এজেন্সি (কোটরা)-র নতুন অফিস উদ্বোধনে এসে এ কথা জানান দক্ষিণ-পশ্চিম এশিয়ায় সংস্থার সভাপতি হানসু পার্ক। একই সঙ্গে তাঁর দাবি, বড় শিল্পে লগ্নির সুযোগ এলে, তা-ও তাঁরা খতিয়ে দেখবেন।

রাজ্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গ-সহ পূর্ব-ভারতে লগ্নির সম্ভাবনা খতিয়ে দেখতে চায় দক্ষিণ কোরিয়া। সেই লক্ষ্যেই এই দফতর। ভারতে পঞ্চম। বাকিগুলি দিল্লি, মুম্বই, চেন্নাই এবং বেঙ্গালুরুতে।

এ দিন অফিস উদ্বোধনের অনুষ্ঠানে শিল্পমন্ত্রী অমিত মিত্র বলেন, ‘‘রাজ্য ছোট ও মাঝারি শিল্প স্থাপনের জন্য একাধিক তালুক গড়েছে। কোরিয়ার শিল্পপতিরা এই রাজ্যে শিল্প গড়তে চাইলে, তাঁদের সরকার সব রকম ভাবে সাহায্য করবে।’’

পার্ক জানান, কলকাতা অফিসের আওতায় পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলের ১৬টি রাজ্য থাকবে। যে-সব ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া শিল্প গড়তে আগ্রহী, তার মধ্যে রয়েছে বৈদ্যুতিন যন্ত্রপাতি, খাদ্যপ্রক্রিয়াকরণ, খনি, জাহাজ তৈরি এবং মেরামত ইত্যাদি।

ইতিমধ্যেই কোরিয়ার বিভিন্ন সংস্থা ভারতে গাড়ি এবং বৈদ্যুতিন সামগ্রী তৈরি-সহ বিভিন্ন ক্ষেত্রে ৬০০ কোটি ডলার ঢেলেছে। তা ছাড়া, ওডিশায় ইস্পাত কারখানা গড়তে গিয়ে পস্কো যে সমস্যায় পড়েছিল, তা থেকে সে দেশের শিল্পমহল শিক্ষা নিয়েছে বলে পার্কের দাবি।

তাই ভবিষ্যতে শিল্প গড়ার ক্ষেত্রে কোনও ব্যাপারে স্থানীয় মানুষের আপত্তি থাকলে, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হবে বলে পার্কের দাবি। তিনি বলেন, চেষ্টা করা হবে স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে মাধ্যমে শিল্প গড়ার কাজ এগিয়ে নিয়ে যেতে।

প্রসঙ্গত, দীর্ঘ দিন ধরে ওডিশায় পস্কোর ৫২,০০০ কোটি টাকার ইস্পাত কারখানা তৈরির বিষয়টি জমি জটে আটকে ছিল। যা সেই সময়ে ছিল বৃহত্তম বিদেশি লগ্নি প্রস্তাব। কিন্তু স্থানীয় মানুষের আপত্তিতে সেখানে কারখানা তৈরি করতে পারেনি তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Haansu park South Korea Bengal Invest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE