Advertisement
২০ এপ্রিল ২০২৪

১০০টি বিমান কিনতে কথা শুরু স্পাইসজেটের

নতুন করে ১০০টি বিমান কিনতে বোয়িং, এয়ারবাসের মতো নির্মাতা সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করল স্পাইসজেট। বুধবার সংস্থার সিএফও কিরণ কোটেশ্বর জানিয়েছেন, এ জন্য খরচ হতে পারে প্রায় ১,১০০ কোটি ডলার।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৫ ০৩:৩৫
Share: Save:

নতুন করে ১০০টি বিমান কিনতে বোয়িং, এয়ারবাসের মতো নির্মাতা সংস্থার সঙ্গে কথাবার্তা শুরু করল স্পাইসজেট।

বুধবার সংস্থার সিএফও কিরণ কোটেশ্বর জানিয়েছেন, এ জন্য খরচ হতে পারে প্রায় ১,১০০ কোটি ডলার। বড় সংস্থার পাশাপাশি, বোম্বারডিয়ার, এটিআর ও এম্বারার-এর মতো সংস্থাও রয়েছে আলোচনার তালিকায়। ঘুরে দাঁড়াতে দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে চায় স্পাইসজেট। সেই লক্ষ্যে পৌঁছতে বিমান কেনার উদ্যোগ সাহায্য করবে বলেই মত কোটেশ্বরের। নতুন বিমান পেলে পরবর্তী পদক্ষেপ স্থির করাও অনেক সহজ হবে। পাশাপাশি, এর ফলে সংস্থার প্রতি লগ্নিকারীদের আস্থা আরও বাড়বে বলে তাঁর দাবি।

এর আগে গত বছর ৪২টি বোয়িং ম্যাক্স বিমান কেনার বরাত দেয় সংস্থা। যা এখনও বহাল বলেই জানান কোটেশ্বর। নতুন বিমান কেনার পরিকল্পনা চূড়ান্ত হওয়ার পরেই তার জন্য শেয়ার ছেড়ে বা ঋণ নিয়ে টাকা জোগাড় করা হবে বলে জানিয়েছেন কোটেশ্বর।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

SpiceJet Airbus expansion plan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE