Advertisement
২০ এপ্রিল ২০২৪

কেন্দ্রের কর-কর্তাদের বৈঠকে ডাক রাজ্যকেও

অর্থ মন্ত্রকের অবশ্য যুক্তি, জিএসটি নিয়ে আলোচনার জন্যই রাজ্যের অফিসারদের ডাকা হয়েছে। মন্ত্রকের রাজস্ব দফতরের আশঙ্কা, জিএসটি-তে রিটার্ন ফাইল শুরুর পরে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে রাজ্যের কর অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৭ ০৩:৪৪
Share: Save:

কেন্দ্রের কর অফিসারদের সম্মেলন প্রতি বছরই দিল্লিতে বসে। এ বারই প্রথম সেখানে আমন্ত্রণ জানানো হচ্ছে রাজ্য সরকারের কর অফিসারদেরও।

আগামী ১ ও ২ সেপ্টেম্বর দিল্লিতে কর- কর্তাদের বার্ষিক সম্মেলন ‘রাজস্ব জ্ঞানসঙ্গম’-এর আয়োজন করছে অর্থ মন্ত্রক। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সে দিনই রাজ্যের কর অফিসারদের ডাকা হয়েছে।

তবে এর জেরে রাজনীতিকদের মধ্যে প্রশ্ন উঠেছে, মোদী কি রাজ্যের কর অফিসারদের প্রভাবিত করার চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রীদের টপকে তাঁদের সঙ্গে সরাসরি কথা বলা বা বৈঠকের অভিযোগ আগেও মোদীর বিরুদ্ধে উঠেছে। রাজস্ব জ্ঞানসঙ্গমেও তার ছায়া দেখতে পাচ্ছেন রাজনীতিকরা।

অর্থ মন্ত্রকের অবশ্য যুক্তি, জিএসটি নিয়ে আলোচনার জন্যই রাজ্যের অফিসারদের ডাকা হয়েছে। মন্ত্রকের রাজস্ব দফতরের আশঙ্কা, জিএসটি-তে রিটার্ন ফাইল শুরুর পরে সমস্যা হতে পারে। সে ক্ষেত্রে রাজ্যের কর অফিসারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

এ ছাড়া জিএসটি-তে করের বোঝা কমা সত্ত্বেও দাম না কমিয়ে মুনাফা লোটার চেষ্টা হলে ব্যবসায়ীদের বিরুদ্ধে শাস্তির নিদান রয়েছে। এ ক্ষেত্রেও রাজ্যের অফিসারদের ভূমিকা যথেষ্ট। কারণ তাঁরা একটা বড় অংশের ব্যবসায়ীদের রিটার্ন ফাইলের কাগজপত্র পরীক্ষা করবেন। দিল্লির বৈঠকে কেন্দ্র ও রাজ্যের কর্তাদের মধ্যে সমন্বয়ের চেষ্টা করা হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE