Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সিঙ্গুরে ফিরবে টাটারা, দাবি ক্ষুদ্রশিল্প নিগম-কর্তার

সিঙ্গুরে টাটা-রা ফিরে আসবে। কারণ রাজ্য সম্পর্কে তাঁদের মনোভাব বদলাচ্ছে। মঙ্গলবার এই দাবি করেন রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা কর্নেল সব্যসাচী বাগচী।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৬ ০২:১০
Share: Save:

সিঙ্গুরে টাটা-রা ফিরে আসবে। কারণ রাজ্য সম্পর্কে তাঁদের মনোভাব বদলাচ্ছে। মঙ্গলবার এই দাবি করেন রাজ্যের ক্ষুদ্র শিল্পোন্নয়ন নিগমের চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেস নেতা কর্নেল সব্যসাচী বাগচী।

এ দিন ফেডারেশন অব স্মল অ্যান্ড মিডিয়াম ইন্ডাস্ট্রিজ (ফসমি)-এর সভা উপলক্ষে নিজেই সিঙ্গুর প্রসঙ্গ তুলে সব্যসাচীবাবু বলেন, ‘‘সিঙ্গুরে টাটারা ফিরে আসবে। সে দিন আর খুব বেশি দূরে নয়।’’ এ নিয়ে পরে ব্যাখ্যা চাওয়া হলে সব্যসাচীবাবু সম্প্রতি কলকাতায় টাটা সন্স-এর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রির বক্তব্যের প্রসঙ্গ তোলেন। তাঁর দাবি, রাজ্য সম্পর্কে তাঁদের মনোভাব বদলের ইঙ্গিত সম্প্রতি দিয়েছেন সাইরাস। সব্যসাচীবাবু প্রশ্ন তোলেন, ‘‘এখানে তাদের অনেক ব্যবসা রয়েছে। তারা কি কোনওটা গুটিয়ে নিয়েছে?’’ তাই এখনই না-হলেও এ রাজ্যে লগ্নি সম্পর্কে টাটারা খোলা মনেই বিবেচনা করবে বলে দাবি নিগম-কর্তার।

বস্তুত, এ রাজ্যের রাজনৈতিক অবস্থান যাই হোক না কেন, সুযোগ এলে তাঁরা যে এখানে লগ্নির কথা ভাববেন, সে কথা সম্প্রতি কলকাতায় ‘টাটা গ্লোবাল বেভারেজেস’ (টিজিবি)-এর সভায় জানিয়েছিলেন সাইরাস। তিনি বলেছিলেন, ‘‘লগ্নির সুযোগ তৈরি হতে হবে। রাজনৈতিক পরিবেশ যাই হোক। তা হলে আমরা বিনিয়োগের সিদ্ধান্ত নেব।’’ সাইরাসের এই বক্তব্যকেই রাজ্য সম্পর্কে ইতিবাচক মনোভাবের ইঙ্গিত বলে এ দিন দাবি করেন সব্যসাচীবাবু। পাশাপাশি তাঁদের দলীয় স্তরেও এ নিয়ে কিছু কথা হয়েছে বলে আভাস দেন তিনি। যদিও আদালতে সিঙ্গুর মামলা চলায় সব কিছু স্পষ্ট করা যাচ্ছে না বলে জানান সব্যসাচীবাবু। উল্লেখ্য, আজই সুপ্রিম কোর্টে সিঙ্গুর মামলার রায় ঘোষণা হওয়ার কথা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TATA Singur
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE