Advertisement
২৩ এপ্রিল ২০২৪

রিটার্ন দাখিলে নগদ জমাও

কেন্দ্র জানিয়েছে, এপ্রিল-জানুয়ারি প্রত্যক্ষ কর আদায় ১৯.৩% বেড়ে হয়েছে ৬.৯৫ লক্ষ কোটি টাকা।  তাদের দাবি, এই সাফল্য নোটবন্দির।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৮ ০২:৪২
Share: Save:

যদি কেউ ব্যাঙ্কে মোটা টাকা জমা দিয়ে থাকেন কিংবা বড় অঙ্কের লেনদেন চালান, তবে রিটার্ন জমা দেওয়ার সময়ে তা মাথায় রাখতে বলল আয়কর দফতর। যদিও সেই অঙ্কের পরিমাণ সম্পর্কে আলাদা ভাবে কিছু বলেনি তারা। ২০১৬-’১৭ এবং ২০১৭-’১৮ ‘অ্যাসেসমেন্ট ইয়ারের’ জন্য বকেয়া বা সংশোধিত আয়কর রিটার্ন ৩১ মার্চের মধ্যে জমা দিতে বলে দফতর যে বিজ্ঞাপন সংবাদমাধ্যমে দিয়েছে, সেখানেই বলা হয়েছে ওই মোটা অঙ্ক জমার বিষয়টি মাথায় রাখার কথা।

কেন্দ্র জানিয়েছে, এপ্রিল-জানুয়ারি প্রত্যক্ষ কর আদায় ১৯.৩% বেড়ে হয়েছে ৬.৯৫ লক্ষ কোটি টাকা। তাদের দাবি, এই সাফল্য নোটবন্দির।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Taxpayers Cash Tax Return
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE