Advertisement
২৪ এপ্রিল ২০২৪

দাম কমানোর দায় সংস্থারই

সংস্থা তার বিক্রেতাকে বিষয়টি জানালেও তিনি যদি পুরনো চড়া দামে পণ্য বিক্রি করেন, তা হলে তা নিয়ন্ত্রণের দায় সংস্থাকেই নিতে হবে।

হাসমুখ আঢিয়া

হাসমুখ আঢিয়া

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২০ নভেম্বর ২০১৭ ০৩:৫২
Share: Save:

পণ্য-পরিষেবা কর বা জিএসটি-র হার ঢেলে সাজার পরে দাম কমার সুবিধা সকলের দরজায় পৌঁছে দিতে চায় কেন্দ্র। তবে সেই দায় নিয়ে হবে বিভিন্ন ভোগ্যপণ্য সংস্থা ও বড় শিল্প গোষ্ঠীকে। খুচরো বিক্রেতারা দাম কমিয়েছে কি না, তা দেখতে হবে তাদেরই। অর্থ সচিব হাসমুখ আঢিয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন।

আঢিয়া বলেন, ‘‘প্রত্যেক পাইকারি ও খুচরো বিক্রেতাকে নিশ্চিত করতে হবে যে, একটি পণ্যের সর্বোচ্চ খুচরো মূল্য বা এম আর পি যেন সেটির মোড়কে লেখা থাকে এবং তাতে জিএসটি ধরা থাকে। এ বার যদি পুরনো দাম সাঁটা থাকে, যেখানে করের হার ছিল ২৮%, সে ক্ষেত্রে একটুও দেরি না-করে ব্যবস্থা নিতে হবে সংশ্লিষ্ট সংস্থাকেও। কারণ, দাম কমানোর দায় তাদের।’’

সংস্থা তার বিক্রেতাকে বিষয়টি জানালেও তিনি যদি পুরনো চড়া দামে পণ্য বিক্রি করেন, তা হলে তা নিয়ন্ত্রণের দায় সংস্থাকেই নিতে হবে। তা না-হলে মুনাফাখোর নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও সতর্ক করে দেন অর্থ সচিব।

প্রসঙ্গত, গত সপ্তাহেই জিএসটি পরিষদ প্রায় ২০০টি পণ্যে কর কমিয়েছে। তার মধ্যে ১৭৮টিই দীর্ঘ মেয়াদে ব্যবহারের ভোগ্যপণ্য। সেগুলিতে করের হার ২৮% থেকে নেমে এসেছে ১৮ শতাংশে।

তবে জিএসটি ৫% হওয়ার পরে কোনও রেস্তরাঁ তার খাবারের দাম প্রতিযোগিতার নিয়ম মেনে বাড়াতে পারে বলে মন্তব্য করেছেন আঢিয়া। তাঁর যুক্তি, খাবার তৈরির উপাদানের খরচ বাড়ায় দাম বাড়তেই পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST জিএসটি
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE