Advertisement
২৩ এপ্রিল ২০২৪

অ্যাপ নয়, উব্‌র সাধারণ পরিবহণ সংস্থাই

সংবাদ সংস্থা
লুক্সেমবুর্গ শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৭ ০৩:২০
Share: Save:

উব্‌র একটি সাধারণ পরিবহণ সংস্থা, অ্যাপ পরিষেবা সংস্থা নয়। ফলে পরিবহণ সংস্থার নিয়মই তার জন্য খাটবে বলে বুধবার রায় দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ আদালত ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিস। ইতিমধ্যেই বিভিন্ন ‘কেলেঙ্কারিতে’ জড়িয়ে পড়া উব্‌রকে এর জেরে আরও কড়া আইন-কানুন মেনে চলতে হবে বলেই মনে করছে পরিবহণ শিল্পমহল। ইউরোপে ট্রাফিক আইন ভাঙার জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট অফিসার ও স্থানীয় ট্যাক্সি চালকদের একাংশ অভিযোগ এনেছেন
উব্‌রের বিরুদ্ধে।

শীর্ষ আদালত তার রায়ে বলেছে, ‘‘স্মার্টফোন অ্যাপ্লিকেশন বা অ্যাপ মারফত কিছু অ-পেশাদার গাড়ি চালককে তাদের নিজস্ব গাড়ি থেকে যাত্রী পরিষেবা দেওয়ার সুযোগ করে দেয় উব্‌র। যার মানে আদপে সংস্থা পরিবহণ পরিষেবার সঙ্গে যুক্ত। ফলে ইউরোপীয় ইউনিয়নে সে ধরনের সংস্থার জন্য বহাল থাকা আইনই মানতে হবে সংস্থাকে।’’ উব্‌রের মুখপাত্রের এ প্রসঙ্গে দাবি, ‘‘পরিবহণ কোম্পানি হিসেবে গণ্য হলেও ইউরোপের বেশির ভাগ দেশেই আমাদের জন্য আইন একই থাকবে।’’

উল্লেখ্য, বিভিন্ন ট্যাক্সি সংস্থা ও অন্যান্য প্রতিযোগীর অভিযোগ, অ্যাপ সংস্থার তকমা পাওয়ার কারণে বিভিন্ন সুবিধে পায় উব্‌র। যার মধ্যে রয়েছে, চালকদের প্রশিক্ষণ, গাড়ির লাইসেন্স নেওয়ার মতো শর্ত। ফলে উব্‌র আইনি কড়াকড়ি এড়ানোর সুযোগ পেত বলে অভিযোগ তাদের।

এত দিন ধরে উব্‌রের দাবি ছিল, তারা অ্যাপ পরিষেবা সংস্থা হিসেবেই ৬০০টির বেশি শহরে চালকদের সঙ্গে বিভিন্ন যাত্রীকে যুক্ত করে থাকে। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছে স্পেনের বার্সেলোনার ট্যাক্সি চালক সংগঠন। তাদের দাবি, উব্‌র নিছক ট্যাক্সি সংস্থা। আর, ওই ধরনের সংস্থার জন্য চালু আইন মানতে বাধ্য তারা। স্থানীয় চালকদের রাগের আরও কারণ সম্প্রতি কিছু ‘কেলেঙ্কারি’তে উব্‌রের জড়িয়ে পড়া। এ সপ্তাহেই উব্‌রের একজন চালক কবুল করেছে, ব্রিটিশ দূতাবাসের কর্মীকে রাতে বাড়ি ফেরার সময়ে লেবাননের বেইরুটে ধর্ষণের চেষ্টা ও খুনের
সঙ্গে সে যুক্ত।

উব্‌র অবশ্য ই-মেল বিবৃতিতে জানিয়েছে, ‘‘আমাদের নতুন সিইও জানিয়েছেন, উব্‌রের মতো পরিষেবায় আইনি নিয়ন্ত্রণ থাকাই উচিত। সবাই যাতে ফোনের এক ক্লিকে নিরাপদ যাত্রার সুযোগ পান, সে জন্য ইউরোপের বিভিন্ন দেশের সরকারের সঙ্গে কথা চালিয়ে যাব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Uber EU Court
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE