Advertisement
১৯ এপ্রিল ২০২৪

ট্রাম্প-তাসে চিন্তা বাড়ল ভারতের

ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানাল, তাদের বাজারে বিনা শুল্কে পণ্য রফতানির প্রকল্প, জিএসপি-র আওতায় ভারত সামিল হওয়ার যোগ্য কিনা, এ বার তা খতিয়ে দেখা হবে। ১৯৭৬ সালে চালু এই প্রকল্পের অংশ হিসেবে ৩,৫০০টি পণ্য কর ছাড়াই আমেরিকায় বেচে এ দেশ।

সংবাদ সংস্থা
ওয়াশিংটন শেষ আপডেট: ১৪ এপ্রিল ২০১৮ ০৩:১৫
Share: Save:

নতুন করে মেঘ ঘনাল ভারত-আমেরিকার বাণিজ্যিক সম্পর্কে। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জানাল, তাদের বাজারে বিনা শুল্কে পণ্য রফতানির প্রকল্প, জিএসপি-র আওতায় ভারত সামিল হওয়ার যোগ্য কিনা, এ বার তা খতিয়ে দেখা হবে। ১৯৭৬ সালে চালু এই প্রকল্পের অংশ হিসেবে ৩,৫০০টি পণ্য কর ছাড়াই আমেরিকায় বেচে এ দেশ।

মার্কিন বাণিজ্য প্রতিনিধির দফতর জানিয়েছে, ভারত, ইন্দোনেশিয়া, কা‌জ়াকস্তান— এই তিন দেশ প্রকল্পটির সুবিধা পাওয়ার উপযুক্ত কিনা, তা নিয়ে চিন্তিত তারা। তাই বসা হবে যোগ্যতা যাচাইয়ে। এবং তা করা হবে নতুন জিএসপি দেশ বাছাইয়ের প্রক্রিয়া ও বিষয়টি খতিয়ে দেখার আবেদনের ভিত্তিতে।

যে আবেদন জানিয়েছে মার্কিন দুগ্ধপণ্য, চিকিৎসা সরঞ্জামের মতো কিছু শিল্প। অভিযোগ, এর কারণ এই সব ক্ষেত্রে শুল্কে ছাড় পাওয়া সত্ত্বেও অবাধ বাণিজ্যে পাঁচিল তুলছে ভারত। ফলে মার খাচ্ছে মার্কিন রফতানি।

জিএসপি কী?

• পুরো কথা জেনারালাইজড সিস্টেম অব প্রেফারেন্সেস

• ভারত-সহ বাছাই করা ১২০টি দেশকে তাদের আর্থিক উন্নয়নে সাহায্যের লক্ষ্যে আমেরিকার সবচেয়ে পুরনো ও বৃহত্তম বাণিজ্যিক সুবিধার প্রকল্প

• এর আওতায় মার্কিন বাজারে কয়েক হাজার পণ্য রফতানির ক্ষেত্রে শুল্ক দিতে হয় না তাদের

ট্রাম্পের ঘোষণা

• পুনর্বিবেচনা করা হবে ভারতের জিএসপি দেশ হওয়ার যোগ্যতা।

• আমেরিকা সুবিধা ফেরালে তার প্রভাব পড়বে এ দেশের ৩,৫০০টি পণ্যের উপরে

তাদের হিসেব, ২০১৭ সালে জিএসপি-তে যে ২,১২০ কোটি ডলারের আমদানি হয়েছে, তাতে সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে ভারতই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Donald Trump US Tariff Narendra Modi GSP
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE