Advertisement
১৬ এপ্রিল ২০২৪

সুদ না বদলানোর ইঙ্গিত ঋণনীতিতে

নতুন ২০১৮-’১৯ অর্থবর্ষের এই প্রথম বৈঠকে আগামী কালই সুদের হার ঘোষণা করবে তারা। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই দফায় অপরিবর্তিত থাকবে সুদের হার।

ফাইল চিত্র।

ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০১৮ ০২:০০
Share: Save:

ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর উর্জিত পটেলের নেতৃত্বে বুধবার থেকে দু’দিনের বৈঠকে বসল ঋণনীতি কমিটি। নতুন ২০১৮-’১৯ অর্থবর্ষের এই প্রথম বৈঠকে আগামী কালই সুদের হার ঘোষণা করবে তারা। তবে বিশেষজ্ঞদের ধারণা, এই দফায় অপরিবর্তিত থাকবে সুদের হার।

এর জন্য তাঁরা যে-সব কারণকে চিহ্নিত করেছেন, তাদের মধ্যে আছে:

• বিশ্ব বাজারে চড়া তেলের দাম

• জুন পর্যন্ত মূল্যবৃদ্ধির ঝুঁকি

• চাষিদের বাড়তি সহায়ক মূল্য দিতে কেন্দ্রের প্রতিশ্রুতি

সব মিলিয়ে আপাতত শিল্প ঋণ ও সাধারণ গাড়ি-বাড়ি ঋণে সুদ কমছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে ক্ষেত্রে কমবে না ওই সব ঋণের মাসিক কিস্তিও। এর আগে তিন বার ঋণনীতি ফিরে দেখতে বসেও সুদের হার অপরিবর্তিতই রেখেছিল ঋণনীতি কমিটি। গত অগস্টে শেষ বার রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশে নামিয়ে এনেছিল শীর্ষ ব্যাঙ্ক, যা গত ছ’বছরের মধ্যে সবচেয়ে কম।

ডিসেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি ছিল ৫.২%। জানুয়ারিতে তা নেমে আসে ৫.০৭ শতাংশে, ফেব্রুয়ারিতে ৪.৪ শতাংশে। কিন্তু কেন্দ্রীয় সরকারের নির্দেশ মতো আরবিআইয়ের লক্ষ্য মূল্যবৃদ্ধি ৪ শতাংশে বেঁধে রাখা। সেই কারণেই মূল্যবৃদ্ধির ঝুঁকিকে গুরুত্ব দিয়ে আরবিআই এখনই সুদ কমানোর পথে হাঁটবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE