Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Whatsapp

ভারতীয়দের জন্য ‘পেমেন্ট’ পরিষেবা আনছে হোয়াট‌্সঅ্যাপ

খুব তাড়াতাড়ি ভারতে ‘পেমেন্ট’ পরিষেবা নিয়ে আসতে পারে হোয়াটসঅ্যাপ। হোয়াট‌্সঅ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই মেসেজ পাঠানোর মতোই সহজে মোবাইলেই টাকা লেনদেন করতে পারবেন। এমনটাই জানিয়েছে ‘ইউনিক পেমেন্ট ইন্টারফেস’ বা ‘ইউপিআই’।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৭ ১৭:৪৪
Share: Save:

খুব তাড়াতাড়ি ভারতে ‘পেমেন্ট’ পরিষেবা নিয়ে আসতে পারে হোয়াটসঅ্যাপ। হোয়াট‌্সঅ্যাপ ব্যবহারকারীরা খুব সহজেই মেসেজ পাঠানোর মতোই সহজে মোবাইলেই টাকা লেনদেন করতে পারবেন। এমনটাই জানিয়েছে ‘ইউনিক পেমেন্ট ইন্টারফেস’ বা ‘ইউপিআই’।

ইউপিআই-এর সহযোগিতায় কাজ করবে হোয়াট‌্সঅ্যাপের এই পেমেন্ট পরিষেবা। একই সঙ্গে এই সংস্থা কেন্দ্রীয় সরকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এ বিষয়ে। ইউপিআই-এর মাধ্যমে দ্রুত স্মার্টফোন মারফত দুই ব্যক্তি বা ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ পাঠানো যায়। এ বার মেসেজ পাঠানোর মতোই দ্রুত এবং সহজে টাকা চলে যাবে এক ব্যক্তি থেকে অন্য ব্যক্তির কাছে, জানিয়েছে এই সংস্থা।

আরও পড়ুন: থেঁতলানো মুখ, বিবস্ত্র অবস্থায় মিলল পড়ুয়া যুগলের দেহ

হোয়াট‌্সঅ্যাপের মুখপাত্র এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে বিবৃতিতে জানিয়েছেন, সংস্থার কাছে ভারত অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ। হোয়াট‌্সঅ্যাপের প্রায় ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এই দেশে। পাশাপাশি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নোট বাতিলের সিদ্ধান্তের পর ডিজিটাল ইন্ডিয়া ভিশনের সঙ্গে যুক্ত হতে আগ্রহী এই সংস্থা। এর আগে এ বিষয়ে ব্যবহারকারীদের কাছ থেকে মতামত নিতে চেয়েছিল হোয়াট‌্সঅ্যাপ।

নোট বাতিলের পর থেকে মোবাইল ওয়ালেট পরিষেবা পেতে পেটিএম’ এবং ‘মোবিউইক’-এর সাহায্য নিয়েছেন দেশের বিরাট সংখ্যক মানুষ। হোয়াটসঅ্যাপ এ বার সবাইকে টেক্কা দিতে চায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Whatsapp Digital payment service India
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE