Advertisement
১৯ এপ্রিল ২০২৪

আদালতে বিক্ষোভ সুদীপের সামনেই

গ্রেফতারের পরে ব্যারাকপুর মহকুমা আদালত সুদীপবাবুকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। শনিবার তাঁকে ফের আদালতে হাজির করানোর সময়ে বিক্ষোভ দেখান সেখানে উপস্থিত কর্মীরা। দাবি তোলেন বকেয়া প্রাপ্য অবিলম্বে মেটানো এবং কারখানা পুনরায় চালু করার।

বিপাকে: এস ডি অ্যালুমিনিয়াম -এর কর্ণধার সুদীপ দত্ত। শনিবার ব্যারাকপুর আদালতে তাঁকে পেশ করার সময়। —নিজস্ব চিত্র।

বিপাকে: এস ডি অ্যালুমিনিয়াম -এর কর্ণধার সুদীপ দত্ত। শনিবার ব্যারাকপুর আদালতে তাঁকে পেশ করার সময়। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০১৭ ০৮:২০
Share: Save:

ঘোর অনিশ্চয়তায় ডুবে কামারহাটির এসডি অ্যালুমিনিয়ামের ২৮২ জন কর্মীর ভবিষ্যৎ। এই পরিস্থিতিতে সংস্থার কর্ণধার সুদীপ দত্তকে আদালতে পেশ করার সময়ে বিক্ষোভ দেখালেন তাঁরা।

গ্রেফতারের পরে ব্যারাকপুর মহকুমা আদালত সুদীপবাবুকে ১০ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছিল। শনিবার তাঁকে ফের আদালতে হাজির করানোর সময়ে বিক্ষোভ দেখান সেখানে উপস্থিত কর্মীরা। দাবি তোলেন বকেয়া প্রাপ্য অবিলম্বে মেটানো এবং কারখানা পুনরায় চালু করার।

বিচারক এ দিন জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন। যদিও সুদীপবাবুর দাবি, গত ২ সেপ্টেম্বর তিনি পিএফের সমস্ত টাকা জমা দিয়েছেন। সেই সংক্রান্ত কাগজ আদালতে জমাও পড়েছে। কর্মীরা অবশ্য তা বিশ্বাস করতে নারাজ।

কর্মীদের একাংশের আশা, চেয়ারম্যান গ্রেফতার হওয়ার পরে বকেয়া পাওয়ার আশা অন্তত তৈরি হয়েছে। সংস্থায় কর্মী সংগঠনের কার্যকরী সভাপতি বিমল সাহার দাবি, ‘‘এখন আশা, পরে হলেও প্রাপ্য মিলবে। সেই আনন্দে চাঁদা তুলে কারখানায় বিশ্বকর্মা পুজোও হচ্ছে।’’ আগের বার যা হয়নি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sudip Dutta ess dee aluminium Kamarhati
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE