সংবাদ সংস্থা
বিশেষত দিল্লি যেখানে সোমবারই বলেছে, ইস্পাত-অ্যালুমিনিয়ামে চড়া শুল্ক থেকে আমেরিকা ভারতকে রেহাই না দিলে, তারা ডব্লিউটিও-র দ্বারস্থ হতে পারে।
জগন্নাথ চট্টোপাধ্যায়
তেলঙ্গনা, মহারাষ্ট্র, কর্নাটক, গুজরাতের মতো রাজ্যকে এ বিষয়ে হারিয়ে দেওয়ার ঘটনা নিছক কাকতালীয় নয় বলেই দাবি করেছেন নবান্নের শীর্ষ কর্তারা। বরং কৃতিত্ব কর ফাঁকি ধরারই।
নিজস্ব সংবাদদাতা
এই দুই বিষয়ে চোখ রেখে এগোচ্ছেন লগ্নিকারীরা। তাই তেল আমদানি খাতে খরচ বাড়ার মতো দুশ্চিন্তা কিছুটা হলেও এড়িয়ে যাওয়া গিয়েছে।
সংবাদ সংস্থা
আপাতত ট্রাইয়ের সেই সিদ্ধান্তে স্থগিতাদেশ দিল তাদের আপিল আদালত টিডিস্যাট।
সংবাদ সংস্থা
টিসিএসই প্রথম নয়। এর আগে প্রথম ভারতীয় সংস্থা হিসেবে ২০০৭ সালে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজের দাম ১০,০০০ কোটি ডলার ছাড়িয়েছিল। কিন্তু এখন মুকেশ অম্বানীর সংস্থাটি রয়েছে দ্বিতীয় স্থানে, মোট দাম ১০ হাজার কোটি ডলারের অনেকটাই কম। তার পরে এই তালিকায় প্রথম পাঁচে রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, আইটিসি এবং হিন্দুস্তান ইউনিলিভার।
সংবাদ সংস্থা
এই দর কষাকষিতে যুক্ত কেন্দ্রের তিন কর্তা জানান, ভারত ছাড়ের জন্য ওয়াশিংটনের কাছে আবেদন জানিয়েছে। এখনও উত্তর আসেনি। তারা শুল্ক-সিদ্ধান্তে অটল থাকলে, ডব্লিউটিওর দরজায় কড়া নাড়া হতে পারে। এ নিয়ে মন্তব্যে রাজি হননি ইস্পাতমন্ত্রী চৌধুরী বীরেন্দ্র সিংহ। শুধু বলেছেন, ‘‘আবেদন এখন আমেরিকার টেবিলে। তারা বিষয়টি পুনর্বিবেচনার আশ্বাস দিয়েছে।’’
দেবপ্রিয় সেনগুপ্ত
মোবাইল ফোনের খারাপ পরিষেবার জন্য ক্ষুব্ধ গ্রাহকের কাঠগড়ায় টেলি সংস্থাগুলি। শিল্পের আবার পাল্টা দাবি, পরিকাঠামো গড়ার ছাড়পত্র পেতে দেরির হওয়াতেই ভুগছে পরিষেবা। জট কাটাতে তাই সংস্থাগুলি যাতে দ্রুত ছাড়পত্র পায় সে জন্য নতুন ব্যবস্থা গড়ছে রাজ্যের তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন দফতর।
সংবাদ সংস্থা
এ নিয়ে নতুন করে কোনও বিবৃতি অর্থ মন্ত্রক দেয়নি। কিন্তু কেন্দ্র যে আপাতত শুল্ক কমানোর কথা ভাবছে না, তা বলেছেন ওই মন্ত্রকের কর্তারা।