Advertisement
১৯ এপ্রিল ২০২৪

অভিযুক্তের আত্মসমর্পণ

আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন বরাহনগরের তরুণীকে শ্লীলতাহানি ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল অভিযুক্ত কিশোরের মা অর্চনা দেব। শুক্রবার সকালে তিনি আইনজীবী মৃদুল দাসকে নিয়ে ব্যারাকপুর আদালতে যান। মৃদুলবাবু আদালতে জানান, অর্চনাদেবী, তাঁর স্বামী ও ছেলে কেউই ওই ঘটনায় জড়িত নয়।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৫ ০০:৩২
Share: Save:

আদালতে গিয়ে আত্মসমর্পণ করলেন বরাহনগরের তরুণীকে শ্লীলতাহানি ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় মূল অভিযুক্ত কিশোরের মা অর্চনা দেব। শুক্রবার সকালে তিনি আইনজীবী মৃদুল দাসকে নিয়ে ব্যারাকপুর আদালতে যান। মৃদুলবাবু আদালতে জানান, অর্চনাদেবী, তাঁর স্বামী ও ছেলে কেউই ওই ঘটনায় জড়িত নয়। তাঁরা ভয় পেয়ে আত্মগোপন করেছিলেন। যদিও ওই তরুণী তাঁর মত্যুকালীন জবানবন্দিতে অচর্নাদেবী-সহ আরও ৮ জনের নাম বলেছিলেন। পুলিশ প্রথমেই ছ’জনকে গ্রেফতার করেছিল। পরে ধরা হয় মূল অভিযুক্ত ওই কিশোর ও তাঁর বাবাকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE